‘তব তেরা কেয়া হোগা’, হুমকি দিলেন শিবরাজ

প্রকাশ্য জনসভায় এই ভাষাতেই ভোপালের জেলাশাসককে হুমকি দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০১:৩০
Share:

—ফাইল চিত্র।

হামারে দিন ভি জলদি আয়েঙ্গে, তব তেরা কেয়া হোগা?

Advertisement

প্রকাশ্য জনসভায় এই ভাষাতেই ভোপালের জেলাশাসককে হুমকি দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

বিতর্কের সূত্রপাত বিজেপি নেতা শিবরাজের হেলিকপ্টার নামাকে কেন্দ্র করে। বর্তমান মুখ্যমন্ত্রী কমল নাথের এলাকা ছিন্দওয়ারার উমরেথে শিবরাজের হেলিকপ্টার নামার কথা ছিল বিকেল সাড়ে পাঁচটায়। এ জন্য অনুমতি চেয়েছিলেন শিবরাজ। কিন্তু জেলাশাসক শ্রীনিবাস শর্মা জানিয়ে দেন, পাঁচটার মধ্যে পৌঁছলে তবেই শহরে নামতে পারবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। অনুমতি না মেলায় শেষ পর্যন্ত সড়ক পথেই গুরমান্ডি এলাকায় জনতার কাছে পৌঁছতে হয়েছে শিবরাজকে।

Advertisement

এর পরেই বুধবার একটি জনসভায় বিষয়টি তুলে ধরে জেলাশাসককে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। এমনকি, টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণও। শিবরাজ বলেন, ‘‘বাংলায় মমতা দিদি হেলিকপ্টার নামতে দিচ্ছিলেন না। মমতা দিদির পরে এ বার কমল নাথ দাদা। ...ইয়ে পিট্ঠু কালেক্টর সুন লে রে, হামারে দিন ভি জলদি আয়েঙ্গে, তব তেরা কেয়া হোগা?’’ শিবরাজের দাবি, তিনি ভোট প্রচারে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা এবং অন্য রাজ্যেও যাচ্ছেন। এমন ব্যাপার কোথাও ঘটেনি। বিজেপি নেতা জানান, তিনি সন্ধে ছ’টার মধ্যে হেলিকপ্টারে নামার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে প্রশাসন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘এটা অগণতান্ত্রিক। সরকার আসে, যায়। কিন্তু এমন কাণ্ড ঘটানো ঠিক নয়।’’ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন শিবরাজ।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

জেলাশাসক শর্মার দাবি, আইন মেনেই পদক্ষেপ করেছেন তিনি। তিনি বলেন, ‘‘সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হেলিকপ্টার নামার নিয়ম। এ ক্ষেত্রে আবেদনই করা হয়েছিল বিকেল ৫টা ২০ মিনিটে। ফলে অনুমতি দিতে পারিনি।’’

তের বছর ধরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকার পরে যে ভাষায় কথা বলেছেন শিবরাজ সিংহ চৌহান, তার নিন্দা করেছেন কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা। জানিয়েছেন, এ নিয়ে কমিশনে যাচ্ছে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন