Lok Sabha Election 2019

মাসুদকে কারা ছেড়েছিল? সাহস থাকলে মুখ খুলুন: মোদীকে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামলা চালায় জইশ।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ১৭:৪৯
Share:

কর্নাটকের সভায় রাহুল গাঁধী। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

পাক ভূখণ্ডের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযান নিয়ে প্রশ্ন উঠছে। সে জন্য বিরোধীদের পাকিস্তানি পোস্টার বয় বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মাসুদ আজহারকে নিয়ে সেই মোদীকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী

Advertisement

শনিবার রাহুল বলেন, ‘‘সাহস থাকলে দেশবাসীর সামনে মুখ খুলুন মোদী। ভারতের হাতে থাকা মাসুদ আজহারকে বিজেপি সরকারই যে ছেড়ে দিয়েছিল, সে কথা সকলের সামনে বলে দেখান!’’ এ দিন কর্নাটকের হাভেরিতেএকটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সেখানে দাঁড়িয়ে জইশ-ই-মহম্মদ চাঁই মৌলানা মাসু আজহারকে টেনে আনেন তিনি। রাহুল বলেন, ‘‘মোদীজি শুধু আমাকে একটা কথা বুঝিয়ে বলুন। ভারতের জেল থেকে মাসুদ আজহারকে পাকিস্তানে পাঠিয়েছিল কারা?’’

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামলা চালায় জইশ। তাতে প্রাণ হারান ৪০ জওয়ান। এর পর থেকে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। কাশ্মীর নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করছেন। অন্য দিকে বিরোধীদের পাকদরদী বলে পাল্টা আক্রমণ করেছে সরকার।

Advertisement

আরও পড়ুন: ভারতের আকাশে পাক গুপ্তচর ড্রোন, ফিরে গেল বিএসএফের তাড়া খেয়ে​

আরও পড়ুন: নয়া পাকিস্তান গড়তে হলে সন্ত্রাসবিরোধী নয়া পদক্ষেপও জরুরি, ইমরানকে খোঁচা ভারতের​

এ দিন এই প্রেক্ষিতে সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, “মোদীজির জন্য ছোট্ট প্রশ্ন। কাশ্মীরে সিআরপি জওয়ানদের হত্যার জন্য কে দায়ী? জইশ-ই-মহম্মদ নেতার নাম কী, মাসুদ আজহার। ১৯৯৯ সালে তত্কালীন বিজেপি সরকার যাকে ভারতের জেল থেকে বার করে আফগানিস্তানের কন্দহর হয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিল।’’

রাহুলের অভিযোগ, জঙ্গি হামলা নিয়ে বিরোধীদের তুলোধনা করলেও, মাসুদ আজহারকে নিয়ে এখনও পর্যন্ত একটা কথাও বলেননি নরেন্দ্র মোদী। তাই প্রধানমন্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দেন তিনি, “মাসুদকে নিয়ে কথা বলছেন না কেন? মানুষকে কেন জানতে দিচ্ছেন না যে, পুলওয়ামায় জওয়ানদের হত্যাকারী ওই ব্যক্তিকে বিজেপি সরকারই পাকিস্তানের হাতে ছেড়ে দিয়েছিল? মোদীজি, আমরা আপনার মতো নই। সন্ত্রাসের সামনে মাথা নত করার অভ্যাস নেই আমাদের। তাই মাসুদকে কারা ছেড়ে দিয়েছিল, সাধারণ মানুষের সামনে তা বলে দেখান।’’

১৯৯৯ সালে অটলবিহারি বাজপেয়ীর আমলে কন্দহার বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে। যাত্রীদের পণবন্দি করা হয়। মাসুদ আজহারের বিনিময়ে ওই যাত্রীদের ফিরিয়ে আনা হয় ভারতে।

(কী বললেন প্রধানমন্ত্রী, কী বলছে সংসদ- দেশের রাজধানীর খবর, রাজনীতির খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন