National News

ভারতীয় সেনাকে ‘মোদী কি সেনা’ বলে বিতর্কে যোগী, ‘সেনার অপমান’, তোপ মমতার

গাজিয়াবাদে নির্বাচনী জনসভায় যোগী আদিত্যনাথের এই মন্তব্যের পরই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘সেনা সবার’। কংগ্রেসের প্রতিক্রিয়া, এটা ‘সেনাবাহিনীর অপমান’।

Advertisement

সংবাদ সংস্থা

গাজিয়াবাদ শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ১৯:০৫
Share:

গাজিয়াবাদের সভায় যোগী আদিত্যনাথ। ছবি: টুইটার থেকে নেওয়া

বালাকোটে বায়ুসেনার অভিযানের পর থেকেই বোঝা গিয়েছিল, লোকসভা ভোটে এই ইস্যুকে হাতিয়ার করতে চলেছে বিজেপি। তার প্রমাণও মিলেছে। খোদ প্রধানমন্ত্রীই বিভিন্ন নির্বাচনী প্রচারে জাতীয়তাবাদের পালে হাওয়া দিচ্ছেন। কিন্তু সেটা করতে গিয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিতর্কে জড়ালেন। ভারতীয় সেনাকেই বলে বসলেন ‘মোদীজি কি সেনা’।

Advertisement

গাজিয়াবাদে নির্বাচনী জনসভায় যোগী আদিত্যনাথের এই মন্তব্যের পরই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘সেনা সবার’। কংগ্রেসের প্রতিক্রিয়া, এটা ‘সেনাবাহিনীর অপমান’।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। তার পর থেকেই জম্মু কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়। এর পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে বোমা ফেলে আসে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার সেই সফল অভিযানকেই প্রচারে হাতিয়ার করেছে বিজেপি।

Advertisement

সোমবার গাজিয়াবাদের একটি নির্বাচনী প্রচার সভায় গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী। সেখানেই বালাকোটে বায়ুসেনার হামলা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি বলেন, ‘‘কংগ্রেসের লোকেরা জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায়। আর মোদীর সেনা বোমা আর গুলি দেয় সন্ত্রাসবাদীদের। কংগ্রেস আজহার মাসুদের মতো জঙ্গির সঙ্গে জি লাগিয়ে কথা বলে। আর মোদীজির নেতৃত্বে সেই আজহারের ঘাঁটিই বোমা ফেলে ধ্বংস করা হয়। এটাই পার্থক্য।’’

আরও পড়ুন: চেক দিচ্ছি, ভোটটা না দিলে কিন্তু... ভাঙড়ে তৃণমূল নেতার হুমকি ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: ‘শান্তিপ্রিয় হিন্দু’দের সন্ত্রাসী বলেছে কংগ্রেস, দেশ ক্ষমা করবে না, ভোটপ্রচারে মেরুকরণ তাস মোদীর

স্বাভাবিক ভাবেই যোগীর বক্তব্যকে ভাল ভাবে নেয়নি বিরোধীরা। ফুঁসে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‘এ ভাবে নির্লজ্জের মতো সেনাকে নিজের বলে মনে করা আসলে ভারতীয় সেনাবাহিনীকেই অপমান করা।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতীয় সেনাকে নিয়ে আমরা গর্বিত। ওঁরা সবার জন্য। দেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই মন্তব্য প্রত্যাখ্যান করবে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

যোগীর রাজ্যে ইলাহাবাদের নাম পাল্টে হয়ে হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদ জেলার নাম পাল্টে করা হয়েছে অযোধ্যা। সেনার ‘অপমান’-এর পাশাপাশি কংগ্রেস আবার খোঁচা দিয়েছে যোগীর নাম পরিবর্তনের অভ্যেস নিয়েও। টুইটারে কংগ্রেসের জাতীয় মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদীর কটাক্ষ, ‘‘এবার ইন্ডিয়ান আর্মির নাম পাল্টে মোদী কি সেনা করে দিলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। এটা সেনবাহিনীর অপমান। ওঁরা ভারতের সেনা। প্রচার সর্বস্ব মন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়। আদিত্যনাথকে ক্ষমা চাইতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন