Punjab AAP MLA

ধর্ষণে অভিযুক্ত পঞ্জাবের আপ বিধায়কের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি, কোথায় হরমিত সিংহ, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

বিধায়কের বিরুদ্ধে কারনাল জেলার এর মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু স্থানীয়েরা পুলিশের উপর হামলা চালিয়ে বিধায়ককে ছিনিয়ে নেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:১২
Share:

অভিযুক্ত আপ বিধায়ক হরমিত সিংহ। ছবি: সংগৃহীত।

ধর্ষণে অভিযুক্ত পঞ্জাবের আম আদমি বিধায়ক (আপ) হরমিত সিংহ পঠান মাজরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল পুলিশ। শুধু তা-ই নয়, তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় হরমিত সিংহের পোস্টারও সাঁটাচ্ছে পুলিশ। বিধায়ক কোথায় আত্মগোপন করে রয়েছেন, তার হদিস পেতে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। হরমিত সিংহ সনৌরের বিধায়ক।

Advertisement

পুলিশের একটি সূত্র মনে করছে, আপ বিধায়ক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন। তাই সেই আশঙ্কা করেই বিধায়কের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। তদন্তকারী এক পুলিশ আধিকারিক গুরমিত সিংহ জানিয়েছেন, বিধায়কের খোঁজ চলছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর হদিস মেলেনি। কিন্তু বিধায়ককে খুঁজে পেতে স্থানীয়দেরও সহযোগিতা নেওয়া হচ্ছে। তার জন্য বিধায়কের ছবি লাগানো পোস্টারও সাঁটানো চলছে। যাতে কেউ কোনও খবর পেলেই পুলিশকে সতর্ক করতে পারেন।

বিধায়ককে পলাতক ঘোষণা করারও প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিধায়কের বিরুদ্ধে কারনাল জেলার এর মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু স্থানীয়েরা পুলিশের উপর হামলা চালিয়ে বিধায়ককে ছিনিয়ে নেন। সেই সুযোগে গা-ঢাকা দেন হরমিত সিংহ। তার পর থেকে আর কোনও খোঁজ মিলছে না হরমিতের। মাঝে একটি ভিডিয়োবার্তা প্রকাশ্যে আসে বিধায়কের। তাতে দাবি করেন, তাঁকে এনকাউন্টার করার চেষ্টা করতে পারে পুলিশ। তাঁর প্রাণ সংশয় রয়েছে। কিন্তু কোথা থেকে সেই ভিডিয়ো করেছিলেন বিধায়ক, সেই হদিস পায়নি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement