রাজ্যে রান্নার গ্যাস-সঙ্কটের প্রতিবাদে তৃণমূলের পথ অবরোধ। বৃহস্পতিবার আগরতলায় বাপি রায়চৌধুরীর তোলা ছবি।
ত্রিপুরায় জ্বালানি-গ্যাস সঙ্কটের প্রতিবাদে এ বার আগরতলার পথে নামল তৃণমূল কংগ্রেস। রান্নার গ্যাসের কালোবাজারি বন্ধের পাশাপাশি সময় মতো উপভোক্তাদের কাছে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার দাবিতে আজ দুপুরে খাদ্য ও সরবরাহ দফতরের অফিস সংলগ্ন গোর্খাবস্তি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের রাজ্য নেতৃত্ব। দলের বিধায়ক আশিস সাহা, যুব নেতা সুশান্ত চৌধুরী, ভিকি প্রসাদ-সহ তৃণমূলের বহু কর্মী-সমর্থক বিক্ষোভে সামিল হন। পথ অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয় শহরে।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ত্রিপুরার খাদ্য ও সরবরাহ দফতরের যুগ্ম অধিকর্তা দিব্যেন্দু চক্রবর্তী। তাঁর ব্যাখ্যা, রাজ্যের প্রয়োজনের দুই-তৃতীয়াংশ সিলিন্ডার উত্পাদন হয় বিশালগড়ে, রাজ্যের এক মাত্র বটলিং প্ল্যান্টে। স্বভাবতই প্রতি দিনই কিছু বকেয়া থেকে যাচ্ছে। বর্তমানে প্রায় দু’মাসের ‘ব্যাকলগ’ রয়েছে। সে কারণেই এই সংকট চলছে। রাজ্যের বাইরে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অসম থেকে ভর্তি গ্যাস সিলিন্ডার আনার জন্য ত্রিপুরা সরকার উদ্যোগী হয়েছে। যতক্ষণ না সেই ব্যবস্থা কার্যকর হচ্ছে, জ্বালানি গ্যাসের সঙ্কট যে মিটবে না, সে কথা কার্যত মেনে নিয়েছেন দিব্যেন্দুবাবু।
এই সংকটেও কী ভাবে বেশি দাম দিয়ে (পড়ুন দুই-আড়াই হাজার টাকায়) বাজার থেকে সহজেই গ্যাস ভর্তি সিলিন্ডার মিলছে? দফতরের কর্তা এ প্রশ্নের জবাবে জানান, ‘‘রাজ্যে রান্নার গ্যাসের কালোবাজির যাতে না হয়, সেটা দফতর নজর রাখবে।’’ বিক্ষোভকারীদের সঙ্গে দিব্যেন্দুবাবুর আলাপ-আলোচনার পর রাস্তা অবরোধ উঠে যায়।