National News

মালেগাঁও কাণ্ড: ৯ বছর পর জেল থেকে বেরলেন কর্নেল পুরোহিত

গত সোমবার পুরোহিতকে জামিন দিয়েছিল শীর্ষ আদালত। বুধবার সকালে মহারাষ্ট্রের তাজোলা জেল থেকে মুক্তি পান পুরোহিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ১২:৩৪
Share:

মহারাষ্ট্রের তাজোলা জেল থেকে বেরনোর পর কর্নেল পুরোহিত।

নয় বছর পর অবশেষে মুক্তি পেলেন ২০০৮ মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অন্যতম অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত। গত সোমবার পুরোহিতকে জামিন দিয়েছিল শীর্ষ আদালত। বুধবার সকালে মহারাষ্ট্রের তাজোলা জেল থেকে মুক্তি পান পুরোহিত।

Advertisement

এর আগে মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকেও ‘ক্লিন চিট’ দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোমবার শীর্ষ আদালত জানিয়েছিল, পুরোহিতের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিটের সঙ্গে আগের মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন বাহিনী (এটিএস)-এর চার্জশিটের যথেষ্ট ফারাক রয়েছে।

আরও পড়ুন: মালেগাঁও কাণ্ডে জামিন পুরোহিতের

Advertisement

পুরোহিতের হয়ে প্রবীণ আইনজীবী হরিশ সালভে সওয়াল করেছেন, পুরোহিত গত ৮ বছর ৮ মাস জেলে বন্দি। এখনও চার্জ গঠন হয়নি। চার্জ গঠন হয়ে দোষী প্রমাণিত হলেও তাঁর সর্বাধিক সাত বছর জেল হতে পারে। ওই প্রাক্তন সেনা অফিসারের বিরুদ্ধে মহারাষ্ট্র সংগঠিত অপরাধ দমন আইনে মামলা আগেই খারিজ হয়ে গিয়েছে। ফলে জামিন পেতে বাধা নেই। এরপরেই পুরোহিতের জন্য শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন বিচারপতি আর কে অগ্রবাল ও বিচারপতি অভয়মোহন সাপ্রে।

আরও পড়ুন: মালেগাঁও মামলায় জামিন পেলেন সাধ্বী প্রজ্ঞা

মালেগাঁও বিস্ফোরণে মোট সাত জন মারা গিয়েছিলেন। অভিযুক্ত ১২ জনের সকলেই ছিলেন হিন্দু। যাদের অনেকের সঙ্গেই আরএসএস, সঙ্ঘ-পরিবারের যোগাযোগ পাওয়া যায়। অভিযোগ ছিল, মুসলমান অধ্যুষিত এলাকা বলেই মালেগাঁওকে বেছে নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন