হাসপাতালে করুণানিধি

মূত্রনালীতে সংক্রমণ ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এম করুণানিধি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০২:৩৬
Share:

মূত্রনালীতে সংক্রমণ ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এম করুণানিধি। গত কাল গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Advertisement

বুধবার করুণানিধির ছেলে স্ট্যালিন জানিয়েছিলেন, চিন্তার কিছু নেই। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে করুণানিধির। তবে তার দু’দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। দলীয় সূত্রের খবর, গতকাল রাত দেড়টা নাগাদ হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয় ৯৪ বছরের এই ডিএমকে নেতার। হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যখন করুণানিধিকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর রক্তচাপ একেবারে নেমে গিয়েছিল। প্রাথমিক ভাবে ওষুধ দিয়ে রক্তচাপ স্থিতিশীল করা হয়েছে। করুণানিধির চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে হাসপাতাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement