Gurugram Police

‘আপনি দেখতে খুব সুন্দর, ম্যাডাম, বন্ধুত্ব করতে পারি?’ মহিলাকে সমাজমাধ্যমে মেসেজ পাঠিয়ে সাসপেন্ড কনস্টেবল

পুলিশ সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা নাগাদ নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন বছর পঞ্চাশের ওই মহিলা। তিনি আরডি সিটির ২ নম্বর গেট থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫
Share:

প্রতীকী ছবি।

সমাজমাধ্যমে মহিলার সৌন্দর্যের প্রশংসা করে এবং তাঁকে বন্ধুত্বের প্রস্তাব দেওয়ার অভিযোগে সাসপেন্ড হলেন হরিয়ানার গুরুগ্রামের এক পুলিশ কনস্টেবল। ঘটনা ১৪ সেপ্টেম্বর রাতের। মহিলা সাইবার থানায় অভিযোগ দায়ের করার পরই কনস্টেবলকে শাস্তির মুখে প়়ড়তে হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা নাগাদ নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন বছর পঞ্চাশের ওই মহিলা। তিনি আরডি সিটির ২ নম্বর গেট থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। মহিলার অভিযোগ, রাত পৌনে ১টা নাগাদ ইনস্টাগ্রামে ‘সিমরন চোপড়া’ নামে একটি অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে। ইনস্টাগ্রাম মেসেজে ওই ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেন, ‘‘ম্যাডাম, আপনি এইমাত্র ২ নম্বর গেট দিয়ে বেরোলেন, তাই তো? এই মেসেজ পেয়ে হতভম্ব হয়ে যাই। বললাম, হ্যাঁ। কিন্তু এত রাতে আপনি আমাকে চিনলেন কী ভাবে? তখন আবার মেসেজ আসে, ম্যাডাম পুলিশের নজর খুব তীক্ষ্ম।’’ মহিলার দাবি, এর পরের মেসেজ পেয়ে আরও হতবাক হয়ে গিয়েছিলেন। ওই ব্যক্তি তাঁকে বলেন, ‘‘ম্যাডাম, আপনি দেখতে খুব সুন্দর। আমরা কি বন্ধু হতে পারি?’’

এই ঘটনার পরই মহিলা সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত করে পুলিশ জানতে পারে, সিমরন চোপড়া নামে ওই ব্যক্তি আর কেউ নন, পুলিশেরই একজন কর্মী। মহিলার আরও অভিযোগ, তিনি স্থানীয় থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে সেখানে তাঁকে নিয়ে উপহাস করা হয়। তার পর তিনি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তার পরই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement