অবাধ বাণিজ্যে বাধায় ‘মেক ইন ইন্ডিয়া’

এর আগে বিদেশি লগ্নির ডাক দিতে গিয়ে মঙ্গলবারেই ভারতকে অবাধ বাণিজ্যের গন্তব্য হিসেবে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ০২:৩৬
Share:

প্রতীকী ছবি।

অবাধ বাণিজ্যে দেওয়াল তোলার জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি আনেনি কেন্দ্র। বৃহস্পতিবার ওয়াশিংটনের এ কথা জানালেন আমেরিকায় ভারতীয় দূতাবাসের অর্থনীতি বিষয়ক প্রধান অরুণীশ চাওলা।

Advertisement

এর আগে বিদেশি লগ্নির ডাক দিতে গিয়ে মঙ্গলবারেই ভারতকে অবাধ বাণিজ্যের গন্তব্য হিসেবে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সুরে আজ চাওলার দাবি, বেশ কিছু দিন ধরেই ওয়াশিংটনের অন্দরমহলে প্রশ্ন উঠছে, ভারত কি ফের বাণিজ্যে দেওয়াল তোলার পথে হাঁটছে? তাঁর কথায়, এর স্পষ্ট উত্তর হল ‘না’।

মাসখানেক ধরে চড়া শুল্ক নিয়ে টানাপড়েন চলছে ভারত ও আমেরিকার মধ্যে। মোদীর দাবি, ভারতের মতো অবাধ ও সম্ভাবনাময় বাজার বিশ্বে কোথাও খুঁজে পাওয়া যাবে না। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, অবাধ বাণিজ্যের পথে করের কাঁটা ছড়াচ্ছে ভারত। হার্লে ডেভিডসনের মতো দামি বিদেশি বাইকে ভারত শুল্ক কমিয়ে ৫০% করলেও ক্ষোভ যায়নি তাঁর।

Advertisement

এই অবস্থায় চাওলার দাবি, বিভিন্ন দেশের জন্য লগ্নির দরজা খুলতেই মেক ইন ইন্ডিয়া কর্মসূচি আনা হয়েছে। লক্ষ্য, ভারতকে উৎপাদন শিল্পের নিরিখে প্রথম সারিতে তুলে আনা। কখনওই তা অবাধ বাণিজ্যের পথে বাধা নয়। এমনকী ভারতে মার্কিন সংস্থাগুলি স্বাগত বলেও আজ দাবি করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement