শুভেচ্ছা সফরেও মানা

কখনও কেন্দ্রের ডাকা বিভিন্ন বৈঠকে যোগ দিতে অনীহা প্রকাশ, কখনও রাজ্যের অফিসারদের দিল্লির সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ আরোপ। তালিকায় এ বার যোগ হচ্ছে শুভেচ্ছা সফরও! কেন্দ্রের সঙ্গে সংঘাতের এই আবহেই নতুন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

Advertisement

দেবাশিস ভট্টাচার্য

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০৩:৪৩
Share:

কখনও কেন্দ্রের ডাকা বিভিন্ন বৈঠকে যোগ দিতে অনীহা প্রকাশ, কখনও রাজ্যের অফিসারদের দিল্লির সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ আরোপ। তালিকায় এ বার যোগ হচ্ছে শুভেচ্ছা সফরও! কেন্দ্রের সঙ্গে সংঘাতের এই আবহেই নতুন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

Advertisement

সংসদীয় মন্ত্রী অনন্ত কুমারের নেতৃত্বে সুইডেন, নরওয়ে ও ইজরায়েলে ২৮ মে ৮ জুন থেকে শুভেচ্ছা সফরে যাবে সংসদের প্রতিনিধিদল। রীতি মেনে তৃণমূলের সংসদীয় নেতার জন্যও সফরে সঙ্গী হওয়ার আমন্ত্রণ এসেছিল। কিন্তু সৌজন্য বহাল রেখেই মমতা সেই আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর যুক্তি, যে কেন্দ্রীয় সরকারের চাপে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে জেল-হাজতে আটকে রাখা হয়েছে, তাদের আমন্ত্রণে শুভেচ্ছা সফরে যাওয়ার প্রশ্ন ওঠে না।

মন্ত্রী অনন্তের সঙ্গে ব্যক্তিগত কোনও বিরোধ নেই বলেই দলের অন্দরে জানিয়েছেন মমতা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমন্ত্রণ তৃণমূলের পক্ষে গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

Advertisement

দলনেত্রীর নির্দেশ পেয়ে তৃণমূলের লোকসভার মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে অনন্তের সঙ্গে যোগাযোগ করে তা জানিয়েও দিয়েছেন। অনন্ত অবশ্য বলেছেন, এটা নেহাতই শুভেচ্ছা সফর। তিনি নিজে কথা বলতে চান মমতার সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন