Maharashtra Rape and Murder case

ছ’বছরের বালিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাট! মহারাষ্ট্রের আদালতে হাজির করাতেই ‘উধাও’ আসামি

আদালত চত্বর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন ধর্ষণ-খুনের আসামি। সেই ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড মহারাষ্ট্রের আদালতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ২০:৫৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আদালত চত্বর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন ধর্ষণ-খুনের আসামি। সেই ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড মহারাষ্ট্রের আদালতে।

Advertisement

বছর দুয়েক আগের ঘটনা। ২০২৩ সালে মহারাষ্ট্রের ঠাণেতে ছ’বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় ওই বছরেই সেপ্টেম্বর মাসে বিহার থেকে গ্রেফতার হন অভিযুক্ত। এত দিন তিনি ঠাণের জেলে বন্দি ছিলেন।

সোমবার আসামিকে ঠাণের আদালতে হাজির করানো হয়েছিল। সেই সময়েই তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান।

Advertisement

অভিযুক্তকে এখনও পুলিশ ধরতে পারেনি। পুলিশ জানিয়েছে, তল্লাশি চলছে। শীঘ্রই তাঁকে পাকড়াও করা হবে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সচিন সাঙ্গলে বলেন, ‘‘আসামিকে ধরার সব রকম চেষ্টা চলছে। ওর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আর পকসো ধারায় মামলা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement