Woman Killed by Husband

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলায় স্ত্রীকে গুলি করে খুন স্বামীর, বিয়ে হয়েছিল তিন মাস আগে

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিমরন দেবী। অভিযুক্তের নাম বিনীত সিংহ। তাঁদের বিয়ে হয়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৮:১৬
Share:

মহিলাকে গুলি করে খুন। প্রতীকী ছবি।

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্ত্রী। রাগের বশে তাঁকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঝাড়খণ্ডের পলামু জেলার। পুলিশ জানিয়েছে, মহিলাকে গুলি করা হয় বলে অভিযোগ।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিমরন দেবী। অভিযুক্তের নাম বিনীত সিংহ। তাঁদের বিয়ে হয়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে। মহকুমা পুলিশ আধিকারিক মণিভূষণ প্রসাদ জানিয়েছেন, ঘটনার পর থেকে পলাতক মহিলার স্বামী। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সিমরন সন্দেহ করতেন তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। তা নিয়ে দু’জনের মধ্যে হামেশাই ঝামেলা হত। সোমবার সেই অশান্তি চরমে ওঠে। ওই দিন আবার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন সিমরন। অভিযোগ, আচমকাই বন্দুক বার করে গুলি করেন স্ত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন মহিলার স্বামী বিনীত।

Advertisement

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে, মহিলার উপরে প্রায়ই অত্যাচার চালাতেন তাঁর স্বামী। সোমবার রাতেও দু’জনের মধ্যে গন্ডগোল হয়। তার পরই গুলির শব্দ পেয়ে পড়শিরা বেরিয়ে এসে দেখেন সিমরন রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement