Slap Incident in IndiGo Flight

ইন্ডিগোর উড়ানে ভয়ার্ত যুবককে সপাটে চড় সহযাত্রীর! মুম্বই থেকে কলকাতাগামী বিমানে শোরগোল

শুক্রবার মুম্বই বিমানবন্দর থেকে ওড়ার ঠিক আগে কলকাতার এক যাত্রী ভীত হয়ে পড়েছিলেন। তিনি জোরে জোরে শ্বাসপ্রশ্বাস নিচ্ছিলেন। আসন থেকে উঠে পায়চারি করছিলেন। অভিযোগ, সেই সময় পাশের আসনে বসা এক যাত্রী বিরক্ত হয়ে সপাটে ওই সহযাত্রীর গালে চড় কষান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২০:৪৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

একের পর এক বিমান বিপর্যয়ে টেনশনে ছিলেন যুবক। মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে বসে প্যানিক অ্যাটাক হয় তাঁর। অভিযোগ, ভীত ওই যুবককে সপাটে থাপ্পড় মেরেছেন এক সহযাত্রী। উড়ানে ‘নতুন বিতর্কে’ উত্তেজনা। অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তারক্ষীর হাতে তুলে দিয়েছেন বিমানকর্মীরা। উড়ানে খারাপ আচরণের জন্য ওই ব্যক্তিকে ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত করা হচ্ছে বলে খবর।

Advertisement

সূত্রের খবর, শুক্রবার মুম্বই বিমানবন্দর থেকে ওড়ার ঠিক আগে কলকাতার এক যাত্রী ভীত হয়ে পড়েছিলেন। তিনি জোরে জোরে শ্বাসপ্রশ্বাস নিচ্ছিলেন। আসন থেকে উঠে পায়চারি করছিলেন। অভিযোগ, সেই সময় পাশের আসনে বসা এক যাত্রী বিরক্ত হয়ে সপাটে ওই সহযাত্রীর গালে চড় কষান। তাতে বিমানের অন্যান্য যাত্রীরাও উঠে দাঁড়ান। ইতিমধ্যে সমাজমাধ্যমে ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

তবে সম্প্রতি ইন্ডিগো একটি বিবৃতিতে ওই ঘটনাটির বিস্তারিত বিবরণ দিয়েছে। সমাজমাধ্যমে উড়ান কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানের মধ্যে একটি শারীরিক হেনস্থার খবর পেয়েছেন তাঁরা। কোনও যাত্রীর কাছে এই রকম ব্যবহার গ্রহণযোগ্য নয়। সহযাত্রী থেকে বিমানকর্মীদের সম্মানহানি করে এমন কোনও ঘটনা তাঁরা বরদাস্ত করবেন না। সংশ্লিষ্ট উড়ানের ক্রুরা নিজেদের দায়িত্ব পালন করেছেন।

Advertisement

পাশাপাশি ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যে যাত্রী সহযাত্রীকে শারীরিক হেনস্থা করেছেন তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানটি গন্তব্যে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করেছেন। প্রোটোকল মেনে তত্ত্বাবধায়ক সংস্থাকে ঘটনার কথা জানানো হয়েছে। বিবৃতির শেষে ইন্ডিগো লিখেছে, ‘‘সমস্ত যাত্রীর নিরাপত্তা এবং উড়ানে সুস্থ পরিবেশ বজায় রাখতে আমরা দায়বদ্ধ। কোনও বিচ্ছিন্ন ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement