Madhya Pradesh Crime

যুবকের সঙ্গে বচসা, তাঁর তিন মাসের সন্তানকে আছড়ে আছড়ে খুন! সিসি ক্যামেরায় দেখে ধরল পুলিশ

মধ্যপ্রদেশে তিন মাসের শিশুকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শিশুর বাবার সঙ্গে কিছু দিন আগে তাঁর বচসা হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই খুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৮:৩৫
Share:

তিন মাসের শিশুকে খুনের অভিযোগ মধ্যপ্রদেশে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

যুবকের সঙ্গে বচসার পর প্রতিশোধ নিতে তাঁর তিন মাসের সন্তানকে খুন করা হল। এমনটাই অভিযোগ অন্য এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরার সাহায্য নিয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে কীর্তির কথা তিনি স্বীকারও করে নিয়েছেন বলে দাবি।

Advertisement

ঘটনাটি মধ্যপ্রদেশের সতনার হনুমান নগর এলাকার। মৃত শিশুর বাবা পুলিশকে জানিয়েছেন, গত ৬ নভেম্বর তাঁরা একটি মন্দিরের পাশে সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। সেই সময়ে বাবা-মায়ের ঘুমের সুযোগ নিয়ে একরত্তিকে তুলে নিয়ে যান অভিযুক্ত। সন্তানকে খুঁজে না পেয়ে তাঁরা পুলিশে নিখোঁজ ডায়েরিও করেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা যুক্ত করে মামলা রুজু করে পুলিশ। তার পর শুরু হয় শিশুটির খোঁজে তল্লাশি অভিযান।

গত ৮ নভেম্বর রাস্তার ধারে একটি বস্তার ভিতর থেকে পুলিশ ওই শিশুর দেহ উদ্ধার করে। তার বাবা দেহটি শনাক্ত করার পর অভিযুক্তকে ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানেই দেখা যায়, এক যুবক মন্দিরের পাশ থেকে শিশুটিকে তুলে নিয়ে যাচ্ছেন। তাঁকে চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে ধরে ফেলে পুলিশ। জেরার মুখে তিনি শিশুটিকে খুন করার কথা স্বীকার করে নেন। পুলিশকে তিনি জানান, বাবা-মায়ের কাছ থেকে শিশুটিকে তুলে এনে তিনি একাধিক বার রাস্তায় আছড়ে ফেলেন তাকে। যত ক্ষণ না শিশুটির মৃত্যু হচ্ছে, তত ক্ষণ তাকে আছড়ে ফেলা হয়েছে রাস্তায়। তার পর শিশুর দেহ একটি বস্তায় ভরে তিনি রাস্তায় ফেলে দেন। শিশুর বাবার সঙ্গে কিছু দিন আগে ঝামেলা হয়েছিল। তার প্রতিশোধ নিতেই এই খুন, তদন্তকারীদের জানিয়েছেন অভিযুক্ত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বীরেন্দ্র চৌধুরি। তাঁর দাবি, দিন ২০ আগে ওই শিশুর বাবা তাঁকে মারধর করেছিলেন। তারই প্রতিশোধ নেওয়ার জন্য শিশুটিকে খুনের ছক কষেছিলেন তিনি। এই সংক্রান্ত আরও তথ্য জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement