International news

প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেফতার যুবক

অভিযোগকারিণীর সঙ্গে চাঙ্কির প্রেমের সম্পর্ক ছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বেশ কয়েক দিন ধরেই বাপের বাড়িতে থাকছিলেন ওই তরুণী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ১০:৪৯
Share:

প্রতীকী ছবি।

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর ঘর ছেড়েছিলেন। কিন্তু, এ বার সেই প্রেমিকের বিরুদ্ধেই পুড়িয়ে মারার অভিযোগ আনলেন এক তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতে দক্ষিণ দিল্লির মালব্যনগর থেকে চাঙ্কি ঠাকুর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর সঙ্গে চাঙ্কির প্রেমের সম্পর্ক ছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বেশ কয়েক দিন ধরেই বাপের বাড়িতে থাকছিলেন ওই তরুণী। জেরায় চাঙ্কি পুলিশকে জানিয়েছে, কয়েক দিন ধরে ওই তরুণী তাঁকে পাত্তা দিচ্ছিলেন না। চাঙ্কির সন্দেহ হয়, অন্য কারও সঙ্গে তরুণীর সম্পর্ক রয়েছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ওই তরুণীর বাড়ি আসেন চাঙ্কি। সেখানে তাঁদের মধ্যে তুমুল ঝগড়া হয়। তখনই নিজের ও প্রেমিকার গায়ে পেট্রল ছিটিয়ে দেন ওই যুবক। তার পর নিজের জ্যাকেটে আগুন ধরিয়ে তা ওই তরুণীর দিকে ছুড়ে দেন।

Advertisement

আরও পড়ুন: হার না মানা লড়াইয়ে স্বপ্নপূরণ

সেই সময় তরুণীর ভাই জ্যাকেটটি লুফে নিয়ে তা বাইরে ফেলে দেন। ঘটনায় আহত হয়েছেন তরুণীর ভাই এবং তাঁর মা।

তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ চাঙ্কিকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মমলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement