Acid Attack in Thane

মধুচন্দ্রিমার গন্তব্য নিয়ে মতবিরোধ, জামাইকে অ্যাসিড ছুড়ে মারলেন শ্বশুর! দগ্ধ যুবক

মেয়ে-জামাইয়ের মধুচন্দ্রিমার গন্তব্য পছন্দ হয়নি। জামাইয়ের সঙ্গে তা নিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন কন্যার বাবা। অভিযোগ, তিনি জামাইকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২০:০৪
Share:

জামাইকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।

সদ্য কন্যার বিয়ে দিয়েছেন। কিন্তু জামাইয়ের সঙ্গে মতের মিল হয়নি। তাই তাঁকে অ্যাসিড ছুড়ে আক্রমণ করলেন শ্বশুর। তাঁর আক্রমণের ফলে গুরুতর জখম হয়েছেন যুবক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Advertisement

মহারাষ্ট্রের ঠাণের বাজারপেট থানা এলাকার ঘটনা। অভিযুক্তের নাম গুলাম মোর্তাজা খোটাল। ৬৫ বছরের প্রৌঢ় সম্প্রতি ইবাদ আতিক ফালকের সঙ্গে নিজের কন্যার বিয়ে দিয়েছিলেন। কিন্তু জামাইয়ের সঙ্গে মধুচন্দ্রিমার গন্তব্য নিয়ে তাঁর মতবিরোধ হয়। মেয়ে-জামাইকে মধুচন্দ্রিমায় তিনি যেখানে পাঠাতে চেয়েছিলেন, সেখানে জামাই যেতে চাননি। তা নিয়ে দু’জনের মধ্যে একাধিক বার কথা কাটাকাটি হয়েছিল। এর পরেই তিনি জামাইকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, নবদম্পতি মধুচন্দ্রিমার জন্য কাশ্মীরে যেতে চেয়েছিলেন। কিন্তু কন্যার বাবা চান, তাঁরা বিদেশের কোনও তীর্থস্থানে ঘুরতে যান। তা নিয়েই ঝামেলার সূত্রপাত। বাজারপেট থানার সিনিয়র ইনস্পেক্টর এসআর গৌড় বলেন, ‘‘ওই যুবকের সঙ্গে কন্যার বিয়ে ভেঙে দিতে চেয়েছিলেন অভিযুক্ত। তিনি এখন পলাতক। আমরা ওঁকে খুঁজে বার করার চেষ্টা করছি।’’

Advertisement

বুধবার রাতে যুবক গাড়ি করে বাড়ি ফিরেছিলেন। গাড়ি রাস্তার ধারে দাঁড় করানোর পরেই তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগ, আগে থেকেই রাস্তার ধারে অ্যাসিড নিয়ে অপেক্ষা করছিলেন প্রৌঢ়। যুবক বাড়ি ফিরতেই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন। যুবকের মুখ এবং শরীরের একাধিক অংশ অ্যাসিডে পুড়ে গিয়েছে। তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবকের পরিবার। তার ভিত্তিতে পুলিশ ওই প্রৌঢ়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement