Fridge Blast

ফ্রিজ খুলতেই জোরালো বিস্ফোরণ! ছিন্নভিন্ন হয়ে গেল কৃষকের পা, চিকিৎসা চলাকালীন মৃত্যু

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রীরাম বর্মা। বুধবার সকালে তিনি ফ্রিজ খুলে খাবার বার করতে যাচ্ছিলেন। ফ্রিজের দরজা খুলতেই জোরালো বিস্ফোরণ হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৫:৫৬
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ফ্রিজ খুলে খাবার বার করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক কৃষকের। বুধবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের খেরাগড় জেলার ভোরমপুর গ্রামে। কিন্তু ফ্রিজে কেন বিস্ফোরণ হল তা নিয়েই রহস্য বাড়ছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রীরাম বর্মা। বুধবার সকালে তিনি ফ্রিজ খুলে খাবার বার করতে যাচ্ছিলেন। ফ্রিজের দরজা খুলতেই জোরালো বিস্ফোরণ হয়। কয়েক হাত দূরে ছিটকে পড়েন শ্রীরাম। তাঁর দু’টি পা ছিন্নভিন্ন হয়ে যা। শ্রীরামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। শুধু পা-ই নয়, শ্রীরামের দেহের অন্য অংশেও আঘাত লেগেছিল।

শ্রীরামের পরিবারের এক সদস্য জানিয়েছেন, আচমকাই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ছুটে এসে দেখেন শ্রীরাম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। ফ্রিজ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ফ্রিজের ভিতরে রাখা খাবার ঘরের চার দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু ফ্রিজে কেন বিস্ফোরণ হল তা স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

এটি নিছকই দুর্ঘটনা, না কি পরিকল্পিত কোনও ঘটনা সব দৃষ্টিকোণ থেকেই তদন্ত করে দেখছে পুলিশ। কেন ফ্রিজে বিস্ফোরণ হল, কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ফ্রিজের কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement