Vande Bharat

দেওঘরগামী বন্দে ভারতের ধাক্কা থেকে দু’টি মোষকে বাঁচাতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, বাঁচল না প্রাণী দু’টিও

রেল সূত্রে খবর, মৃত ওই প্রৌঢ়ের নাম গোপাল যাদব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন গোপাল। সেই সময় তিনি দেখেন দু’টি মোষ রেললাইনে দাঁড়িয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৬:৩৩
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

দেওঘরগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ় এবং দু’টি মোষের। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব-মধ্য রেলের দানাপুর ডিভিশনের নওয়াদা-কিউল শাখায়। ট্রেনের ধাক্কায় প্রৌঢ় এবং মোষ দু’টি কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়।

Advertisement

রেল সূত্রে খবর, মৃত ওই প্রৌঢ়ের নাম গোপাল যাদব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন গোপাল। সেই সময় তিনি দেখেন দু’টি মোষ রেললাইনে দাঁড়িয়ে। ওই লাইন ধরে তখন ছুটে আসছিল বন্দে ভারত। গোপাল তখন মোষ দু’টিকে তাড়ানোর চেষ্টায় রেললাইনে উঠে পড়েন। তত ক্ষণে ট্রেনটি খুব কাছে চলে এসেছিল। সরতে পারেননি গোপাল। ট্রেনের ধাক্কায় শূন্যে উঠে কয়েক মিটার দূরে গিয়ে আছড়ে পড়েন। মোষ দু’টিরও একই অবস্থা হয়।

রেল সূত্রে খবর, চালক আপৎকালীন ব্রেক কষে ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। এই ঘটনার জেরে নওয়াদা-কিউল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল সূত্রে আরও খবর, ট্রেনটি বারাণসী থেকে দেওঘর যাচ্ছিল। শেখপুরার কাছে এই দুর্ঘটনা হয়। গোপালের এক প্রতিবেশী সুরেন্দ্র বলেন, ‘‘রেললাইনে প্রায়শই গরু, মোষ বা ছাগলের পাল উঠে পড়ে। দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। বিশেষ করে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেনের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। রেললাইনের ধার বরাবর বেড়া দিলে এমন ঘটনা ঘটত না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement