Marriage in UP

পাতে পনির পড়েনি কেন? বাস নিয়ে বিয়ের মণ্ডপ গুঁড়িয়ে দিলেন যুবক, চাপা পড়ে আহত ছয়, নষ্ট ৩ লক্ষ টাকার জিনিস

শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চন্দৌলিতে। পুলিশ সূত্রে খবর, মুঘলসরাইয়ের কোতওয়ালি এলাকার হামিদপুরে রাজনাথ যাদব নামে এক ব্যক্তির কন্যার বিয়ে ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১২:০০
Share:

এই মণ্ডপেই হামলা চালানোর অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত।

আমন্ত্রিত হয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন এক যুবক। কিন্তু পাতে পনির না পড়ায় ক্ষুব্ধ হন তিনি। আর সেই ক্ষোভ গিয়ে পড়ে আমন্ত্রিতদের উপর। পনির কেন তাঁর পাতে পড়েনি এই রাগে অনুষ্ঠানে হামলার চালানোর অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। বাস নিয়ে সোজা ঢুকে পড়েন বিয়ের মণ্ডপে। সেটি গুঁড়িয়ে দেন। আর এই ঘটনায় আহত হন ছ’জন। নষ্ট হয় তিন লক্ষ টাকারও বেশি জিনিস।

Advertisement

শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চন্দৌলিতে। পুলিশ সূত্রে খবর, মুঘলসরাইয়ের কোতওয়ালি এলাকার হামিদপুরে রাজনাথ যাদব নামে এক ব্যক্তির কন্যার বিয়ে ছিল। বরযাত্রীও এসেছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল। আমন্ত্রিতদের মধ্যে ধর্মেন্দ্র যাদব নামে এক যুবক বিয়েবাড়িতে থাকা খাবারের স্টলে যান। কিন্তু সেখানে পনির না পেয়ে ক্ষুব্ধ হন যুবক। তার কিছু ক্ষণ পরেই তিনি অনুষ্ঠানবাড়িতে হামলা চালান বলে অভিযোগ।

কনের বাবা রাজনাথ যাদব বলেন, ‘‘অভিযুক্ত যুবকের নাম ধর্মেন্দ্র। তাঁর পাতে পনিরের তরকারি না পড়ায় রেগে গিয়েছিলেন। খাওয়া শেষে অনুষ্ঠানবাড়ি থেকে বেরিয়ে যান। তার কিছু ক্ষণ পরেই বাস নিয়ে এসে সোজা বিয়ের মণ্ডপে তুলে দেন। বাসের নীচ চাপা পড়ে বেশ কয়েক জন আহত হয়েছেন।’’ এই ঘটনার পরই বিয়েতে আসা লোকজন ধর্মেন্দ্রকে ধরে ফেলেন। তার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement