Man Stole Bike From Showroom

‘টেস্ট ড্রাইভ’-এর বাহানায় শোরুম থেকে একলাখি বাইক নিয়ে চম্পট দিলেন যুবক! পরে গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, আগরার একটি শোরুম থেকে বাইক চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন সাহিল। বাইকের শোরুমে ঢুকে ঘুরে ঘুরে দেখছিলেন। তার পর একটি বাইক পছন্দ করেন। গাড়িটির দাম এক লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৮:১১
Share:

বাইকসমেত গ্রেফতার অভিযুক্ত যুবক। ছবি: সংগৃহীত।

‘টেস্ট ড্রাইভ’-এর বাহানায় শোরুম থেকে এক লক্ষের একটি বাইক নিয়ে চম্পট দিলেন এক যুবক। উত্তরপ্রদেশের আগরায় ঘটনাটি ঘটেছে ৩ নভেম্বর। তল্লাশি চালিয়ে অভিযুক্তকে ৬ নভেম্বর গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সাহিল।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আগরার একটি শোরুম থেকে বাইক চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন সাহিল। বাইকের শোরুমে ঢুকে ঘুরে ঘুরে দেখছিলেন। তার পর একটি বাইক পছন্দ করেন। গাড়িটির দাম এক লক্ষ টাকা। শোরুমের কর্মীদের জানান, বাইকটি তাঁর পছন্দ হয়েছে। তবে কেনার জন্য প্রয়োজনীয় নথিপত্র আনেননি। সেগুলি নিয়ে এসে এবং তাঁর বাবাকে সঙ্গে এনে বাইকটি দেখিয়ে সেটি কিনে নিয়ে যাবেন।

শোরুম কর্তৃপক্ষের অভিযোগ, কিছু ক্ষণ পরে সাহিল ফিরে আসেন। সঙ্গে এক বয়স্ক লোককে নিয়ে এসেছিলেন। তাঁকে শোরুম কর্মীদের কাছে নিজের বাবা বলে পরিচয় দেন। সাহিলের অভিসন্ধি তখনও ধরতে পারেননি শোরুমের কর্মীরা। বয়স্ক লোকটিকে শোরুমে বসিয়ে রেখে ‘টেস্ট ড্রাইভ’-এর জন্য বাইকটি শোরুমের কর্মীদের কাছে চান। তাঁর কথায় বিশ্বাস করে শোরুমের কর্মীরা সাহিলকে বাইকের চাবি দেন। বাইক চালু করে ঝড়ের গতিতে শোরুম ছেড়ে বেরিয়ে যান তিনি। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও সাহিল না ফেরায় সন্দেহ হয় শোরুম কর্তৃপক্ষের।

Advertisement

শোরুমের কর্মীরা তখন বৃদ্ধ লোকটিকে তাঁর ‘ছেলে’কে ফোন করার জন্য বলেন। শোরুমের কর্মীদের কথা শুনে হতভম্ব হয়ে যান ওই ব্যক্তি। তখন তিনি দাবি করেন, সাহিল তাঁর ছেলে নন। তাঁর চায়ের দোকান আছে। সেই দোকানে সাহিল চা খেতে আসেন। শোরুমে আসার আগে তাঁকে সাহিল বলেছিলেন, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তাঁর সঙ্গে যেতে হবে। যে হেতু সাহিল প্রতি দিনের গ্রাহক, তাই তাঁর কথায় বিশ্বাস করে যেতে রাজি হয়ে যান। কিন্তু এ ভাবে যে তাঁকে ফাঁসিয়ে দেবেন ভাবতে পারেননি বলে জানান বৃদ্ধ। তাঁর মুখে সব শুনে সাহিলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন শোরুম কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ বুধবার সাহিলকে গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে বাইকটিকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement