Varanasi Marriage

২০ বছর স্বামীকে লুকিয়ে প্রেম, জানতে পেরে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন বারাণসীর প্রৌঢ়

মির্জাপুর জেলার বাসিন্দা অরবিন্দ পটেল তাঁর স্ত্রীর রিনার সঙ্গে সিয়ারাম যাদবকে চন্দৌলির হামিদপুরে একটি বাড়িতে দেখতে পান। তার পর স্ত্রীর বিয়ের আয়োজন করেন। মালাবদল হয় রিনা ও সিয়ারামের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৮:২৯
Share:

স্বামীর উপস্থিতিতে প্রেমিকের গলায় মালা দিলেন স্ত্রী। ছবি: সংগৃহীত।

‘বার্ধক্যের বারাণসী’ই হয়ে উঠল ‘যৌবনের উপবন’। স্বামীকে লুকিয়ে স্ত্রী যেতেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। এক বছর নয় দু’বছর নয় টানা ২০ বছর। ভাড়াবাড়ি ছিল তাঁদের একান্তে সময় কাটানোর জায়গা। সকলের অজান্তে দেখা করতেন দুই মধ্যবয়সি। স্ত্রী কোথায় যান? সেই সন্দেহে তাঁর পিছু নিয়েছিলেন স্বামী। ভাড়া করা বাড়িতে স্ত্রী ও তাঁর প্রেমিককে ‘হাতেনাতে ধরে’ ফেলেন প্রৌঢ়। এর পরেই ‘কহানি মে টুইস্ট’। ২৫ বছরের দাম্পত্য ভেঙে স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। ঠিক যৌবনে না হলেও বারাণসীতেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন দুই মধ্যবয়সি।

Advertisement

পুলিশ জানিয়েছে, মির্জাপুর জেলার বাসিন্দা অরবিন্দ পটেল তাঁর স্ত্রীর রিনার সঙ্গে ৫০ বছর বয়সি সিয়ারাম যাদবকে চন্দৌলির হামিদপুরে একটি বাড়িতে দেখতে পান। এর পর অরবিন্দ উদ্যোগী হয়ে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিয়েছেন। দুই বাড়ির কয়েক জনের উপস্থিতিতে দু’জন দু’জনের গলায় মালা পরিয়েছেন।

অরবিন্দ এবং রিনার দাম্পত্যের বয়স ২৫ বছর। দম্পতির দুই সন্তান। তবে বিয়ের বছর পাঁচেক পরে পরকীয়া জড়িয়েছিলেন ওই মহিলা। প্রায় ২০ বছর লুকিয়ে লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতেন। হালে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেখানেই প্রেমিকের সঙ্গে সময় কাটাতেন।

Advertisement

অরবিন্দের দাবি, স্ত্রীর পরকীয়ার কথা তিনি অনেক আগে থেকেই জানতেন। তবে এতদিন প্রমাণ ছিল না। কিছু দিন ধরে তক্কে তক্কে ছিলেন। তার পর জানতে পারেন কোথায় কখন স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করেন। দিন কয়েক আগে সেই বাড়িতে গিয়ে ‘হাতেনাতে ধরেছেন’ দু’জনকে। মধ্যবয়স্ক ওই ব্যক্তির কথায়, ‘‘স্ত্রীর বন্ধু সেজে ওই লোকটা আমাদের বাড়িতেও আসত। আমার সন্দেহ হত। ওদের হাতেনাতে ধরেছি। এখন ওরা বিবাহিত। আমার কোনও আক্ষেপ নেই। ফুরফুরে লাগছে।’’

অন্য দিকে, রিনা স্বীকার করে নিয়েছেন প্রায় ২০ বছর ধরে তিনি প্রেম করছিলেন। তিনি বলেন, ‘‘ওর (সিয়ারাম) সঙ্গে আমার দু’দশকের পরিচয়। একটা সময়ে ওর দোকানে আমি কাজ করতাম।’’ ৫০ বছরের সিয়ারামও জানান, তাঁরা প্রেম করেছেন প্রায় ২০ বছর। এখন বিয়ে করে কেমন লাগছে? রিনার জবাব, ‘‘এ নিয়ে আর কী বলব!’’ যদিও এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement