Bengaluru Theft

তিন স্ত্রী, ৯ সন্তানের ভরণপোষণ করতে গিয়ে বাড়ি বাড়ি চুরি! বেঙ্গালুরুতে টাকা, গয়না-সহ ধৃত বাবাজান

বছর পঁয়ত্রিশের বাবাজান শুধু নিজেই চুরি করতেন না, তাঁর সন্তানদেরও চুরির প্রশিক্ষণ দিতেন। তার পর তাদেরও বাড়ি বাড়ি চুরি করতে পাঠিয়ে দিতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৭:৪৮
Share:

প্রতীকী ছবি।

তিনি বেকার। ঘরে তিন তিনটে স্ত্রী। আবার তিন স্ত্রীর মোট ন’টি সন্তান। বিশাল এই পরিবাররে ভরণপোষণে বাড়ি বাড়ি চুরি করা শুরু করেন বাবাজান। দীর্ঘ দিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। অবশেষে গয়না এবং টাকা-সহ তাঁকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ।

Advertisement

বছর পঁয়ত্রিশের বাবাজান শুধু নিজেই চুরি করতেন না, তাঁর সন্তানদেরও চুরির প্রশিক্ষণ দিতেন। তার পর তাদেরও বাড়ি বাড়ি চুরি করতে পাঠিয়ে দিতেন। বেশ কিছু দিন ধরেই ইলেকট্রনিক্স সিটি থানা এলাকায় চুরির ঘটনা ঘটছিল। সেই ঘটনার তদন্তে নেমে বাবাজনের হদিস পায় পুলিশ। বাবাজানকে ধরার জন্য ফাঁদ পেতেছিল তারাঁ। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ইলেকট্রনিক্স সিটি থানা এলাকায় একটি বাড়িতে চুরি হয়। সাড়ে চার লক্ষ টাকার জিনিস চুরি হয়ে যায়। সেই সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, আট বছর ধরে পুলিশের নাগাল থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন বাবাজান। তাঁর তিন স্ত্রী রয়েছে। এক স্ত্রী থাকেন শ্রীরঙ্গপত্নে, আর এক স্ত্রী রয়েছেন আনেকালে এবং অন্য স্ত্রী থাকেন চিক্কাবল্লাপুরায়। বাবাজানের কাছ থেকে ১৮৮ গ্রাম সোনা, ৫৫০ গ্রাম রুপো এবং নগদ ১৫০০ টাকা উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement