Suicide

এআইয়ের মাধ্যমে তিন বোনের সঙ্গে যুবকের অশ্লীল ছবি তৈরি করিয়ে ব্ল্যাকমেল! আত্মঘাতী কলেজছাত্র

রাহুল দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবা মনোজ ভারতী জানিয়েছেন, গত ১৫ দিন ধরে মনমরা হয়ে ছিলেন তিনি। ভাল করে কিছু খেতেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৩:৪৬
Share:

— প্রতীকী চিত্র।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সাহায্যে তিন বোনের সঙ্গে অশ্লীল ছবি তৈরি করে যুবককে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ। পরিবার জানিয়েছে, সে কারণেই ১৯ বছরের রাহুল ভারতী আত্মহত্যা করেছেন। হরিয়ানার ফরিদাবাদের ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

রাহুল দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবা মনোজ ভারতী জানিয়েছেন, গত ১৫ দিন ধরে মনমরা হয়ে ছিলেন তিনি। ভাল করে কিছু খেতেন না। তাঁর অভিযোগ, কেউ এক জন রাহুলের ফোন হ্যাক করেছিলেন। তার পরে এআইয়ের মাধ্যমে রাহুল এবং তাঁর তিন বোনের কিছু ‘নগ্ন’ ছবি তৈরি করে ভয় দেখাচ্ছিলেন।

পরিবারের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সাহিল। তিনি এআইয়ের মাধ্যমে তৈরি অশ্লীল ছবি দেখিয়ে রাহুলের কাছে ২০ হাজার টাকা চেয়েছিলেন। ওই টাকা না দিলে ছবি এবং ভিডিয়ো তিনি প্রকাশ করে দেবেন বলেও ভয় দেখান। পরিবারের আরও অভিযোগ, সাহিল রাহুলকে আত্মহত্যা করার জন্য প্ররোচনাও দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কিছু ট্যাবলেট খেয়ে নেন রাহুল। তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসা চলার সময়ে তাঁর মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement