Shot Dead

চেয়েও মনের কথা বলতে পারেননি, তরুণীর বিয়ে ঠিক হতেই রাস্তায় গুলি করে মারলেন যুবক!

পুলিশ জানিয়েছে, জেরায় ত্যাগী দাবি করেছেন, দু’জনে এক কলেজে পড়তেন। তখন থেকেই ভাবনাকে পছন্দ করতেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:৫৯
Share:

তরুণীকে গুলি করে খুনের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

২৫ বছরের এক তরুণীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। খুনের পরে শিবাঙ্গ ত্যাগী নামে ওই অভিযুক্ত নিজেই থানায় আত্মসমর্পণ করেন । উত্তরপ্রদেশের কোতওয়ালি দেহাত এলাকার ঘটনা। জেরায় অভিযুক্তের দাবি, ভাবনাকে পছন্দ করতেন তিনি। তাঁর অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ার পরেই খুন করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাবার সঙ্গে স্কুটারে চেপে যাচ্ছিলেন ভাবনা। তিনি এবং অভিযুক্ত ত্যাগী দু’জনেই করোন্দা ত্যাগী গ্রামের বাসিন্দা। স্কুটারে চেপে যাওয়ার সময়ে ভাবনাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ত্যাগী। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তরুণী। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব বাজপেয়ী জানিয়েছেন, ভাবনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এর পরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ত্যাগী। যে বন্দুক দিয়ে ভাবনাকে গুলি করেছিলেন, সেটিও জমা দেন। পুলিশ জানিয়েছে, জেরায় ত্যাগী দাবি করেছেন, দু’জনে এক কলেজে পড়তেন। তখন থেকেই ভাবনাকে পছন্দ করতেন তিনি। ১ মে অন্য এক পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ভাবনার। তার পরেই তাঁকে খুনের পরিকল্পনা করেছিলেন ত্যাগী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement