Jharkhand Murder

বিয়ের পরেও যোগাযোগ! ঝাড়খণ্ডে তরুণকে খুন প্রাক্তন প্রেমিকার পরিবারের, ধৃত চার

রবিবার ঝাড়খণ্ডের পালামৌ জেলায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ওই ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ২২:৫০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ির অমত সত্ত্বেও পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক! শেষমেশ অন্যত্র মেয়ের বিয়ে দিয়ে দেয় পরিবার। তার পরেও যোগাযোগ বন্ধ হয়নি দু’জনের। এমনকি, প্রায়ই বিবাহিতা প্রাক্তনের বাড়ি গিয়ে হাজির হতেন ২২ বছরের তরুণ। সেই অপরাধেই খুন হতে হল তাঁকে।

Advertisement

রবিবার ঝাড়খণ্ডের পালামৌ জেলায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ওই ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম অমরেন্দ্র সিংহ ওরফে বাবলু। শনিবার ভোরে পালামৌয়ের মেদিনীনগরের জোগিয়াহির কাছে রেললাইনের ধারে অমরেন্দ্রর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু তদন্তে জানা যায়, আদতে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণকে। ঘটনায় তদন্তে নামে পুলিশ। তাতেই প্রকাশ্যে আসে আসল কাহিনী।

রবিবার পুলিশ জানিয়েছে, প্রাক্তন প্রেমিকার পরিবারের হাতে খুন হয়েছেন ওই তরুণ। শ্বাসরোধ করে খুনের পর তাঁর দেহটি রেললাইনের উপর ফেলে দেওয়া হয়। পরে ট্রেনের ধাক্কায় দু’ভাগ হয়ে যায় তাঁর দেহ। স্থানীয় সূত্রে গিয়েছে, এক তরুণীর সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল অমরেন্দ্রর। শুরু থেকেই এই সম্পর্কে মত ছিল না তরুণীর পরিবারের। ২০২২ সালে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। কিন্তু তার পরেও দু’জনের যোগাযোগ ছিল। মাঝেমধ্যেই দেখাসাক্ষাৎ হত। শুক্রবার রাতেও তরুণ তাঁর প্রাক্তনের সঙ্গে দেখা করতে যান। সে সময় তরুণীর পরিজনেরাও সেখানে ছিলেন। তাঁরা তরুণকে হাতেনাতে ধরে ফেলেন। গলায় ফাঁস পরিয়ে তাঁকে খুন করা হয়। এর পর দেহটি রেললাইনের উপর ফেলে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement