Suicide

‘ওকে খুব ভালবাসি, মুক্তি দিলাম’! অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক

মুরলীধর পেশায় স্কুলের প্রধানশিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী লতাও পেশায় শিক্ষিকা ছিলেন। লতার বয়স ৭৬। গত চার বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২২:৫৪
Share:

অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন স্ত্রী। তাঁর সেবা করতে করতে ক্লান্ত, হতাশ হয়ে পড়েছিলেন স্বামী। শেষ পর্যন্ত চরম পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন ৮০ বছরের বৃদ্ধ। স্ত্রীকে গলা টিপে খুন করে নিজে আত্মঘাতী হলেন। মহারাষ্ট্রের নাসিকের ঘটনা। বৃদ্ধ দম্পতির বাড়ি থেকে একটি সুইসাইড নোট মিলেছে। তাতে মুরলীধর রামচন্দ্র জোশী স্ত্রীকে ‘মুক্তি’ দেওয়ার কথা লিখেছেন।

Advertisement

মুরলীধর পেশায় স্কুলের প্রধানশিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী লতাও পেশায় শিক্ষিকা ছিলেন। লতার বয়স ৭৬। গত চার বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। তাঁর সেবা করতেন মুরলীধর এবং পরিচারিকা সীমা রাঠৌড়। ওই দম্পতির দুই ছেলে মুম্বইয়ে থাকেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ঘরের কাজ সেরে জোশীদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সীমা। সন্ধ্যা ৭টায় যখন আবার তিনি ওই বাড়িতে কাজ করতে যান, তখন দেখেন দরজা বন্ধ। সীমার কাছে একটি চাবি থাকে। সেই চাবি খুলে তিনি দু’জনের দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন সীমা। পুলিশ এসে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তাতে লেখা, ‘‘আমি আমার স্ত্রী লতাকে খুব ভালবাসি। তিনি শয্যাশায়ী। নিজের এই অবস্থায় বিরক্ত। আমি ওঁকে রোগ থেকে মুক্তি দিচ্ছি। নিজেকেও।’’ দাহ করার আগে স্ত্রীকে নতুন শাড়ি, সিঁদুর, মঙ্গলসূত্র, গয়না পরিয়ে দেওয়ার কথা লিখেছেন সুইসাইড নোটে। এ-ও জানিয়েছেন, শেষকৃত্যের টাকা তিনি রেখে গিয়েছে। পরিচারিকা সীমার জন্যও ৫০ হাজার টাকা রেখে গিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement