National News

আর্জেন্টিনার হারের পরেই নিখোঁজ কেরলের যুবক, উদ্ধার সুইসাইড নোট

শুক্রবার সকালে দীনুর ঘর থেকেইসুইসাইড নোট মিলেছিল । তাতে দীনু লিখেছেন, “এ পৃথিবীতে আমার আর দেখার মতো কিছু নেই। আমি গভীরে চললাম।” ঘটনাচক্রে বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যান দীনু। তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রিয় দলের হারের শোকেই আত্মঘাতী হয়েছেনতিনি।

Advertisement

সংবাদ সংস্থা

কোট্টায়াম শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ১৮:২৮
Share:

দীনু আলেক্স। ছবি সৌজন্য দীনুর ফেসবুক।

দীনু কি আত্মহত্যা করেছেন? তাঁর নিখোঁজ হওয়ার পর এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে কেরলের কোট্টায়ামের আরুমানুরে। আশঙ্কাটা একশো গুণ বাড়িয়ে দিয়েছে তাঁরই হাতের লেখায় একটি সুইসাইড নোট।

Advertisement

শুক্রবার সকালে দীনুর ঘর থেকেইসুইসাইড নোট মিলেছিল । তাতে দীনু লিখেছেন, “এ পৃথিবীতে আমার আর দেখার মতো কিছু নেই। আমি গভীরে চললাম।” ঘটনাচক্রে বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যান দীনু। তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রিয় দলের হারের শোকেই আত্মঘাতী হয়েছেনতিনি।

দীনু আলেক্স। বয়স ত্রিশ। কাজ করেন একটি বেসরকারি সংস্থায়। দীনুর পরিচয় এখানেই সীমাবদ্ধ নয়। এক জন ক্রীড়াপ্রেমী হিসেবে এলাকায় বেশ পরিচিত। পরিবার ও বন্ধুরা জানিয়েছেন, আর্জেন্টিনার অন্ধ ভক্ত দীনু। এ বারের বিশ্বকাপে অন্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও আর্জেন্টিনার ম্যাচ দেখছিলেন দীনু। ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনা শোচনীয় ভাবে হেরেছে। পরিবারের এক সদস্যের দাবি, খেলা শেষ হওয়ার পর থেকেই দীনুকে আর ঘরে দেখতে পাওয়া যায়নি। চারপাশ তন্ন তন্ন করে খুঁজেও দীনুর কোনও হদিশ পাওয়া যায়নি। সকলে যখন দীনুর খোঁজে ব্যস্ত, সে সময়ই তাঁর ঘর থেকে সুইসাইড নোটটি উদ্ধার হয়। সেই নোটটি দেখে প্রাথমিক ভাবে পরিবারের লোকেদের ধারণা, আর্জেন্টিনার হার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন দীনু। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীনু খুব শান্ত স্বভাবের। কথাও খুব কম বলতেন। তবে দীনুর আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না তাঁরা।

Advertisement

আরও পড়ুন: স্বেচ্ছাসেবী সংস্থার পাঁচ সদস্যকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ঝাড়খণ্ডে

আরও পড়ুন: গুলিযুদ্ধে নিহত জম্মু-কাশ্মীরের আইএস প্রধান-সহ চার জঙ্গি

দীনুর বাড়ির কাছেই রয়েছে মীনাচিল নদী। সেই নদীতেওতল্লাশি চালায় পুলিশ। কিন্তু দীনুর দেহ মেলেনি। দীনু কি সত্যিই আত্মহত্যা করেছেন নাকি তাঁর নিখোঁজ হওয়ার পিছনে অন্য কোনও রহস্য আছে, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আপাতত সেই রহস্য ভেদ করার চেষ্টায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন