Man Riding Bike in the River

বাইক চালিয়ে মাঝনদীতে যুবক! ভিডিয়ো দেখে মনে হতে পারে, কী করে সম্ভব?

ঠিক যেমন ভাবে রাস্তা দিয়ে বাইক চালান, সেই ভাবেই বাইক চালিয়ে মাঝনদীতে পৌঁছে গেলেন তিনি। যুবককে মাঝনদীতে বাইক চালিয়ে যেতে দেখে নেটাগরিকদের অনেকেই আঁতকে উঠেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৪:৪৩
Share:

বাইক চালিয়ে নদীতে যুবক। ছবি: সংগৃহীত।

বাঁশের একটা সেতু। সেটি নেমে মিশে গিয়েছে নদীতে। কিছুটা যেতেই সেই সেতু ‘উধাও’। হঠাৎই দেখা গেল, এক যুবক বাইক নিয়ে সেই সেতুর উপর এসে দাঁড়িয়েছেন। মাথায় হেলমেট, পিঠে ব্যাগ। খালি পা। বাইক চালু করলেন। তার পরই সেই বাইক নিয়ে সটান নেমে পড়লেন নদীতে। চমকের এখানেই শেষ নয়।

Advertisement

ঠিক যেমন ভাবে রাস্তা দিয়ে বাইক চালান, সেই ভাবেই বাইক চালিয়ে মাঝনদীতে পৌঁছে গেলেন তিনি। যুবককে মাঝনদীতে বাইক চালিয়ে যেতে দেখে নেটাগরিকদের অনেকেই আঁতকে উঠেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এটা কী করে সম্ভব হল? নদীর মাঝে কি কোনও রাস্তা ছিল? যে রাস্তা ওই যুবকের চেনা! যদি রাস্তা থেকেও থাকে, তা হলে হাঁটুডোবা নদীর ঘোলা জলে তা দেখে বাইক চালিয়ে নিয়ে যাওয়াও অসম্ভব।

আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মাঝনদীতে যদি গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেত, তা হলে? এতটা ঝুঁকি নেওয়া উচিত হয়নি বলেও কেউ আবার মন্তব্য করেছেন। ভিডিয়োটি যথেষ্ট ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

‘মোটরঅক্টেন’ নামে টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে এই ভিডিয়ো। ক্যাপশনে লেখা হয়েছে, “ইচ্ছা থাকলে উপায় হয়, এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। এ ভাবে বাইক চালানোর কথা কখনও ভাববেন?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন