ফ্রিতে ফলের রসের আবদার, ফলাফল খুন

রোজকার মতো দিল্লির ওই এলাকায় সন্তোষ নামে এক ফলের রস বিক্রেতা তাঁর পসরা সাজিয়ে বসেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ১৫:১৩
Share:

প্রতীকী ছবি।

বচসা হয়েছিল ফলের রসের দাম নিয়ে। আর সে কারণেই খুন হয়ে গেলেন একটি নিরাপত্তা সংস্থার এক কর্মী! শনিবার বিকেলে এমনই ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগর এলাকায়।

Advertisement

মৃতের নাম গোবিন্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোজকার মতো দিল্লির ওই এলাকায় সন্তোষ নামে এক ফলের রস বিক্রেতা তাঁর পসরা সাজিয়ে বসেছিলেন। সেই সময় সতীশ এবং সন্দীপ নামে দুই যুবক তাঁর কাছে বিনা পয়সায় ফলের রস খেতে চান। কিন্তু তাঁদের প্রস্তাবে রাজি হননি সন্তোষ। এর পরেই কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে। এর পর ওই যুবকেরা ফিরে যায়।

আরও পড়ুন: গুজরাতে নির্বাচনী প্রচার শুরু করলেন মোদী

Advertisement

কিন্তু, ফের তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে। সন্তোষকে ‘শিক্ষা দেওয়া’র উদ্দেশ্যে তারা সাগর নামে অন্য এক ব্যক্তিকেও ডেকে নেয়। ঘটনাস্থলে হাজির ছিলেন সন্তোষের দুই বন্ধু । দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। পরিস্থিতি বেগতিক দেখে সন্তোষের বন্ধুরা ডেকে নেন গোবিন্দ নামের ওই যুবককে। সেই সময় গোবিন্দের উপর ছুরি চালানো হয় বলে অভিযোগ উঠেছে বিরুদ্ধে। এর পরেই ওই দু’জনকে স্থানীয় বড় হিন্দু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গোবিন্দকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, ছুরির আঘাতে তাঁর হৃদপিণ্ড ফুটো হয়ে গিয়েছিল। ৩ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন