Screwdriver

যৌনতায় মানা, একত্রবাস সঙ্গীকে স্ক্রুড্রাইভার দিয়ে কোপানোর অভিযোগ, গুরুগ্রামে ধৃত অভিযুক্ত

মহিলার অভিযোগ, একত্রবাস শুরু করার পর জানতে পারেন শিবম বিবাহিত। তার পর থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন তিনি। ইদানীং মহিলা শিবমকে বাড়িতে ঢুকতে দিতেও রাজি ছিলেন না বলে তাঁর দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৩ ১৫:৫৫
Share:

— প্রতীকী ছবি।

একত্রবাসের সঙ্গীকে যৌনতায় লিপ্ত হতে মানা করেছিলেন মহিলা। তাতেই রেগে গিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে মহিলাকে কোপানোর অভিযোগ তাঁর সঙ্গীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। মহিলা বর্তমানে স্থিতিশীল।

Advertisement

শিবম কুমার নামে ওই ব্যক্তি বিবাহিত। কিন্তু এক মহিলার সঙ্গে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলা বিবাহবিচ্ছিন্না। তাঁরা একসঙ্গেই থাকতেন। মহিলার অভিযোগ, গত বৃহস্পতিবার শিবম তাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চান। মহিলা মানা করলে রেগে যান শিবম। মহিলাকে স্ক্রুড্রাইভার দিয়ে কোপাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় মহিলা মাটিতে পড়ে গেলে পালিয়ে যান শিবম। মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার গুরুগ্রামের রাজীব চক এলাকা থেকে শিবমকে গ্রেফতার করে পুলিশ।

মহিলার অভিযোগ, তিনি একত্রবাস শুরু করার পর জানতে পারেন শিবম বিবাহিত। তার পর থেকেই শিবমের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন তিনি। ইদানীং মহিলা শিবমকে বাড়িতে ঢুকতে দিতেও রাজি ছিলেন না বলে তাঁর দাবি। কিন্তু সে দিন জরুরি কোনও প্রয়োজনের কথা বলে শিবম বাড়িতে ঢোকেন এবং তার পর এই কাণ্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement