Case Against Bengaluru Cinema Hall

বিজ্ঞাপনের জেরে সময় নষ্ট হওয়ায় সিনেমা হলের নামে মামলা! ৬৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ আদালতের

২৫ মিনিট ধরে বিজ্ঞাপন! সময় নষ্ট করার অভিযোগে জনপ্রিয় সিনেমা হল এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে মামলা করলেন যুবক!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

২৫ মিনিট ধরে বিজ্ঞাপন! সময় নষ্ট করার অভিযোগে জনপ্রিয় সিনেমা হল এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে মামলা করছিলেন যুবক! ওই মামলায় সংশ্লিষ্ট সিনেমা হল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ বাবদ ৬৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৩ সালে বেঙ্গালুরুর জনপ্রিয় প্রেক্ষাগৃহ পিভিআর আইনক্সে ‘স্যাম বাহাদুর’ নামে একটি ছায়াছবি দেখতে গিয়েছিলেন বছর তিরিশের ওই যুবক। এ জন্য আগে থেকে ‘বুক মাই শো’ অ্যাপ থেকে অনলাইনে টিকিটও কেটেছিলেন। বিকেল ৪টের শো দেখার জন্য টিকিট কেটেছিলেন ওই যুবক। ভেবেছিলেন, সন্ধ্যা সাড়ে ৬টার আগেই সিনেমা শেষ হয়ে যাবে। এর পর একটি জরুরি কাজও ছিল তাঁর। কিন্তু অভিযোগ, নির্ধারিত সূচি মেনে সিনেমা শুরু হওয়ার পরিবর্তে তা শুরু হয় প্রায় সাড়ে ৪টেয়! তার আগের দীর্ঘ ২৫ মিনিট ধরে দেখানো হয় বিজ্ঞাপন। এর ফলে কাজে দেরি হয়ে যায় যুবকের। এর পরেই রেগেমেগে সিনেমা হল কর্তৃপক্ষ এবং টিকিট বুকিং সংস্থার নামে মামলা ঠুকে দেন তিনি!

আদালতে যুবক দাবি করেন, ওই সিনেমা হলের জন্য তাঁর ‘মূল্যবান সময়’ নষ্ট হয়েছে। দেরি হয়ে যাওয়ার কারণে সে দিন সন্ধ্যায় অন্য কোনও কাজে যোগ দিতে পারেননি তিনি। সব শুনে যুবকের পক্ষেই রায় দিয়েছে আদালত! আদালতের পর্যবেক্ষণ, সময় অর্থেরই সমার্থসূচক। তাই সময় নষ্ট করার অভিযোগটি ন্যায্য। এ ছাড়া, সিনেমা দেখানোর সময়ে দর্শকদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করা অন্যায্য বাণিজ্য অনুশীলন। নিয়ম অনুযায়ী, সিনেমা শুরুর ১০ মিনিট আগে থেকে এবং দুটি অর্ধের মাঝে বিজ্ঞাপন দেখানো যেতে পারে। পিভিআর এবং আইনক্সকে সময় নষ্ট করার জন্য ৫০ হাজার টাকা, মানসিক হেনস্থার জন্য পাঁচ হাজার টাকা এবং যুবকের দায়ের করা অভিযোগ ও আইনি খরচ বাবদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই গোটা টাকাটাই তুলে দিতে হবে ওই ব্যক্তির হাতে। এ ছাড়াও, ওই দুই সংস্থাকে অতিরিক্ত জরিমানা বাবদ এক লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে টিকিট বুকিং সংস্থা ‘বুক মাই শো’কে এই সাজার আওতা থেকে বাদ রাখা হয়েছে। আদালতের যুক্তি, ঘটনার সঙ্গে ওই সংস্থার সরাসরি কোনও যোগসূত্র নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement