Lucknow Murder

১০ বছর আগে চড় মেরেছিলেন মাকে, যুবককে খুন করে ‘অপমানের বদলা’ নিলেন পুত্র, তার পর বন্ধুদের নিয়ে উদ্‌‌যাপন

পুলিশ সূত্রে খবর, মনোজের উপর হামলার সফল হওয়ায় বন্ধুদের জন্য পার্টির ব্যবস্থা করেন সোনু। তার পর সকলে মিলে সেই পার্টির ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৪:৫৮
Share:

(বাঁ দিকে) হামলার ঘটনা। (ডান দিকে) নিহত যুবক। ছবি: সংগৃহীত।

১০ বছর আগে মাকে চড় মেরেছিলেন এক যুবক। সেই যুবককে খুঁজে বার করে ১০ বছর পর সেই অপমানের ‘বদলা’ নিলেন ছেলে। বন্ধুদের নিয়ে যুবককে খুন করলেন। খুনের পর বন্ধুদের নিয়ে পার্টিও করলেন। ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ে।

Advertisement

অভিযুক্তের নাম সোনু কাশ্যপ। পুলিশ সূত্রে খবর, ১০ বছর আগে বচসার জেরে সোনুর মাকে চড় মেরেছিলেন মনোজ নামে এক যুবক। সোনুর বয়স তখন খুবই কম। কিন্তু মায়ের সঙ্গে হওয়া এই ঘটনা মনে রেখেছিলেন তিনি। ক্রমে দিন, মাস, বছর ঘুরেছে। সোনুরাও অন্যত্র চলে যান। কিন্তু মায়ের সঙ্গে হওয়া সেই ঘটনা ভুলতে পারেননি সোনু। মনোজের খোঁজ করা শুরু করেন তিনি। পুরনো এলাকায় গিয়ে খোঁজখবর নেন। কিন্তু কেউই মনোজের নাম শোনেননি বলে জানিয়ে দেন।

পুলিশ সূত্রে খবর, হাল ছেড়ে দেননি সোনু। তাঁর বিভিন্ন সূত্র এবং পরিচিতদের কাজে লাগান মনোজকে খুঁজে বার করার জন্য। তিন মাস আগে লখনউয়ের শহরতলি মুনশী পুলিয়া এলাকায় মনোজের খোঁজ পান সোনু। আর তার পরই শুরু হয় ‘বদলা’ নেওয়ার পরিকল্পনা। মনোজের গতিবিধির উপর নজরদারি শুরু করেন সোনু। মনোজের একটি দোকান রয়েছে। কখন দোকানে আসেন, কখন দোকান বন্ধ করে যান ইত্যাদি সব নজরদারি শুরু করেন সোনু। কিন্তু কী ভাবে ‘বদলা’ নেবেন, সেটি নিয়ে পরিকল্পনা শুরু করেন। একা নয়, ‘বদলা’ নিতে গেলে আরও কয়েক জনকে দরকার। এই পরিকল্পনা করে চার বন্ধুকে বিষয়টি জানান সোনু। তাঁদের জানান, পরিকল্পনা সফল হলে মদ-পার্টি দেবেন। বন্ধুরাও রাজি হয়ে যান। তার পর সুযোগ বুঝে ২২ জুলাই মনোজের উপর হামলা চালান সোনুরা। মনোজকে একা পেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আধমরা করে পালিয়ে যান। মনোজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মনোজের উপর হামলার সফল হওয়ায় বন্ধুদের জন্য পার্টির ব্যবস্থা করেন সোনু। তার পর সকলে মিলে সেই পার্টির ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। সেই ছবির সূত্র এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে সোনুদের চিহ্নিত করে পুলিশ। তার পরই তাঁদের সকলকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement