বন্দুক হাতে রাহুলের সভায়, আটক সন্দেহভাজন

হাতে বন্দুক নিয়ে রাহুল গাঁধীর সভায় ঢোকার চেষ্টা করে আটক এক ব্যক্তি। শনিবার সকালে বিহারের পশ্চিম চম্পারণে এই ঘটনা ঘটেছে। কী উদ্দেশ্যে বন্দুক নিয়ে কংগ্রেস সহ সভাপতির সভাস্থলে ঢোকার চেষ্টা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৪০
Share:

বন্দুক হাতে সেই সন্দেহভাজন। ছবি: টুইটার।

হাতে বন্দুক নিয়ে রাহুল গাঁধীর সভায় ঢোকার চেষ্টা করে আটক এক ব্যক্তি। শনিবার সকালে বিহারের পশ্চিম চম্পারণে এই ঘটনা ঘটেছে। কী উদ্দেশ্যে বন্দুক নিয়ে কংগ্রেস সহ সভাপতির সভাস্থলে ঢোকার চেষ্টা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

মহাজোটের হয়ে রাহুল গাঁধীর সভা ঘিরে এমনিতেই সরগরম বিহারের এই জেলা। তার মধ্যে রাহুলের সভাস্থলে এয়ারগান হাতে নিয়ে এক ব্যক্তির ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা চাঞ্চল্য বাড়িয়েছে। পুলিশ অবশ্য সভাস্থলের মূল অংশে পৌঁছনোর আগেই বন্দুকধারীকে ধরে ফেলে। তার এয়ারগান এবং সঙ্গে থাকা ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। এয়ারগান হাতে নিয়ে কেন সে সভামঞ্চের দিকে এগনোর চেষ্টা করছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

৩০ অগস্ট পটনায় যে ‘স্বাভিমান র‌্যালি’ হয়েছিল, তার পর মহাজোটের তরফে শনিবারের সভাই সবচেয়ে বড় কর্মসূচি। পটনার সভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে যোগ দিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীও। এ দিনের সভায় লালু-নীতীশ থাকছেন না। প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে ব্যস্ত থাকায় এই সভায় যোগ দিতে পারছেন না তাঁরা। তবে কংগ্রেস সহ সভাপতির মঞ্চে জেডিইউ-এর সাধারণ সম্পাদক তথা দলের জাতীয় মুখপাত্র কে সি ত্যাগী থাকছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন