National

উপনির্বাচনে রণক্ষেত্র কাশ্মীর, বুথে হামলা, বাসে আগুন, গুলিতে হত ৬

শ্রীনগর ও বাদগাম সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল কাশ্মীর। ভোট বয়কটের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদীরা বুথে ঢুকে হামলা চালানোর চেষ্টা করল। ভাঙচুর করল ইভিএম মেশিন। বাসে আগুন ধরাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক রাউন্ড গুলি চালাল নিরাপত্তা বাহিনী। আর তাতে ৬ জনের মৃত্যু হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ১৫:৫১
Share:

ভোট বয়কটের হুমকির পর শ্রীনগরে একটি বুথে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা।

শ্রীনগর ও বাদগাম সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল কাশ্মীর।

Advertisement

ভোট বয়কটের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদীরা বুথে ঢুকে হামলা চালানোর চেষ্টা করল। ভাঙচুর করল ইভিএম মেশিন। বাসে আগুন ধরাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক রাউন্ড গুলি চালাল নিরাপত্তা বাহিনী। আর তাতে ৬ জনের মৃত্যু হল।

রবিবার, উপনির্বাচনের দিন সকাল থেকেই দু’টি সংসদীয় কেন্দ্র শ্রীনগর ও বাদগামের বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালায় বিচ্ছিন্নতাবাদীরা। দালওয়ান গ্রামের একটি বুথে ঢুকে পড়ে ভোটারদের ভয় দেখাতে থাকে বিচ্ছিন্নতাবাদীরা। ইভিএম মেশিন ভাঙচুর করে সেখানে তারা ভোট পণ্ড করে দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী কয়েক রাউন্ড গুলি চালায়। তাতে হামলাকারীরা পালিয়ে যায়। একই ভাবে ইভিএম মেশিন ভাঙচুর করে বিচ্ছিন্নতাবাদীরা বাদগাম সংসদীয় কেন্দ্রের চারার-ই-শরিফের একটি বুথে ঢুকে পড়ে ভোট পণ্ড করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। তাতে চার জনের মৃত্যু হয়। বাদগামেরই বীরওয়ায় ভোট বয়কটের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদীরা একটি বাসে আগুন লাগিয়ে দেয়। সেখানেও কয়েকটি বুথে ঢুকে তারা ইভিএম মেশিন ভাঙচুর করে। তাণ্ডব চালায়। নিরাপত্তা বাহিনী গুলি চালালে দু’জন হামলাকারীর মৃত্যু হয়।

Advertisement

শ্রীনগর সংসদীয় আসনের উপনির্বাচনে শাসক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রার্থী নাজির খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ডঃ ফারুক আবদুল্লা। ওই কেন্দ্রে প্রার্থী রয়েছেন মোট ৯ জন। কাশ্মীরে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর নিরাপত্তা বাহিনীর কার্যকলাপের প্রতিবাদে এক পিডিপি সাংসদ ইস্তফা দেওয়ায় উপনির্বাচন হচ্ছে শ্রীনগর আসনে।

গতকাল রাত থেকেই থমথমে হয়ে ছিল শ্রীনগর ও বাদগামের পরিবেশ। ভোট বয়কটের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছিল বিচ্ছিন্নতাবাদীরা। হুমকি দেওয়া হচ্ছিল ইন্টারনেট, হোয়াটসঅ্যাপেও। তার মোকাবিলায় শ্রীনগরের বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সাময়িক ভাবে। শুক্রবারও বীরওয়ার একটি স্কুলের বুথে আগুন লাগিয়ে দেয় বিচ্ছিন্নতাবাদীরা।

আরও পড়ুন- দুর্ঘটনায় নিজের স্বামীর মৃত্যুর খবর পড়লেন এই টেলিভিশন অ্যাঙ্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন