Odisha

ওড়িশার হোটেলে আচমকা হানা পুলিশের! আটক পশ্চিমবঙ্গের ৩০ জন বাসিন্দা, ক্রিপ্টো-প্রতারণার চক্র ফাঁস

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ভোরে কটকের শিখরপুর এলাকার একটি হোটেলে হানা দেয় টুইন সিটি কমিশনারেট পুলিশ। তাতেই ধরা পড়েন পশ্চিমবঙ্গের অন্তত ৩০ জন বাসিন্দা। পুলিশের অনুমান, ধৃতেরা সকলেই ক্রিপ্টোকারেন্সি জালিয়াতিতে জড়িত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:৪৭
Share:

ক্রিপ্টোকারেন্সি জালিয়াতিতে ধৃত বাংলার অন্তত ৩০ জন বাসিন্দা। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ওড়িশায় প্রকাশ্যে এল ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির বড় চক্র! ধরা পড়লেন বাংলার অন্তত ৩০ জন বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে ওড়িশার কটকে ঘটনাটি ঘটেছে। ওই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছেন, তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ভোরে কটকের শিখরপুর এলাকার একটি হোটেলে হানা দেয় টুইন সিটি কমিশনারেট পুলিশ। তাতেই ধরা পড়েন পশ্চিমবঙ্গের অন্তত ৩০ জন বাসিন্দা। পুলিশের অনুমান, ধৃতেরা সকলেই ক্রিপ্টোকারেন্সি জালিয়াতিতে জড়িত।

সূত্রের খবর, বুধবার রাত ৮টা নাগাদ চৌলিগঞ্জ পুলিশের কাছে প্রথম খবর আসে যে পশ্চিমবঙ্গ থেকে আসা সন্দেহভাজনদের একটি দল শিখরপুর এলাকার একটি হোটেলে উঠেছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে সেখানে হানা দেয় পুলিশ। হোটেলের রেজিস্টারে ৩০ জনের নাম থাকলেও মনে করা হচ্ছে এই দলের সঙ্গে যুক্ত আরও কয়েক জন আশপাশেই কোথাও থাকছিলেন। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের চৌলিগঞ্জ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলমালিক এবং অন্য কর্মীদেরও।

Advertisement

প্রসঙ্গত, গত মাসেই লক্ষ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির চক্র ফাঁস করেছিল কটক সাইবার পুলিশ। সেই ঘটনায় অবিনাশ ওঝা, গগন সাহু এবং প্রতীক চৌরাসিয়া নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, নিজেদের ব্যাঙ্কের কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন অভিযুক্তেরা। বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে আগের ওই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, সে সব খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement