Minor Harassed at SSKM Hospital

এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে, ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে! ধৃত অভিযুক্ত

এ বার ‘ডাক্তার’ পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে! বুধবার চিকিৎসার জন্য এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল ওই নাবালিকা। তখনই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১১:১৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চিকিৎসক পরিচয় দিয়ে নাবালিকা রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালে! বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ধৃতকে এক দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

Advertisement

বুধবার চিকিৎসার জন্য এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল ওই নাবালিকা। তখনই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। দাবি, হাসপাতালের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় ১৫ বছরের ওই কিশোরীকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। শেষমেশ বুধবার রাতেই ধাপা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত যুবকের পরিচয়, তিনি কোথায় কাজ করেন, এসএসকেএমে কী ভাবে ঢুকলেন— সে সব খতিয়ে দেখা হচ্ছে। তবে বিভিন্ন সূত্র মারফত প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত অতীতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেছেন। সেই সূত্রে মাঝেমধ্যে এসএসকেএম-এ যাতায়াত ছিল তাঁর। বুধবারও এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিলেন অভিযুক্ত। নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দিয়ে সেখান থেকে ওই নাবালিকাকে ভুলিয়েভালিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যান তিনি। সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। নাবালিকা চিৎকার শুরু করলে বাকিরা ছুটে আসেন। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement