IED Blast in Assam

অসমে আইইডি বিস্ফোরণ! উড়ে গেল রেললাইনের একাংশ, ব্যাহত ট্রেন চলাচল

বুধবার রাতে কোকরাঝাড় এবং সালাকাটি স্টেশনের মাঝে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে বেশ কিছ ক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৩:৫৮
Share:

(বাঁ দিকে) গভীর রাতে বিস্ফোরণে উড়ে গেল রেললাইন। চলছে মেরামতির কাজ (ডান দিকে) ছবি: পিটিআই।

আইইডি বিস্ফোরণ অসমে! বুধবার গভীর রাতে অসমের কোকরাঝাড় জেলায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে উড়ে গিয়েছে রেললাইনের একাংশ। যার জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। আতঙ্ক ছড়িয়েছে এলাকাতেও।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কোকরাঝাড় এবং সালাকাটি স্টেশনের মাঝে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে বেশ কিছু ক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপ এবং ডাউন— উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ করে দেন রেল কর্তৃপক্ষ। পার্শ্ববর্তী স্টেশনগুলিতে পর পর বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায়। আটকে পড়েন কয়েকশো যাত্রী। রেললাইন মেরামতির পর সকাল ৮টা নাগাদ ফের চালু হয় পরিষেবা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন রেল, নিরাপত্তাবাহিনী এবং বম্ব স্কোয়াডের কর্মীরা। কোকরাঝাড়ের পুলিশ সুপার পুষ্পরাজ সিংহ জানিয়েছেন, ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও হতাহতের খবরও মেলেনি। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকা জুড়ে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement