Fire at UP Firecrackers Market

উত্তরপ্রদেশে আতশবাজির বাজারে আগুন! পুড়ে ছাই হয়ে গেল ৬৫টি দোকান, কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘটনায় ৬৫টিরও বেশি দোকান পুড়ে গিয়েছে। মাঠেই দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি দু’চাকার গাড়িও পুড়ে গিয়েছে বলে খবর। আগুনে কয়েক জন সামান্য দগ্ধও হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই ওই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২১:৩৯
Share:

উত্তরপ্রদেশে আতশবাজির বাজারে আগুন। ছবি: পিটিআই।

দীপাবলির আগের দিন আগুন লেগে গেল আতশবাজির বাজারে! রবিবার দুপুরে উত্তরপ্রদেশের ফতেহপুর এমজি কলেজের মাঠে ঘটনাটি ঘটেছে। আগুনে নিমেষে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৬৫টি দোকান। পুড়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়িও।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ফতেহপুর এমজি কলেজের মাঠে গত দিন কয়েক ধরেই আতশবাজির বাজার বসেছিল। রবিবার দুপুরে আচমকা আগুন লেগে যায় সেখানে। চারদিকে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক দোকানে আগুন ধরে যায়। সঙ্গে মুহুর্মুহু বিস্ফোরণ হতে থাকে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন দোকানিরা। কেউ কেউ আগুন থেকে আতশবাজিগুলি বাঁচানোর চেষ্টাও করেন। কিন্তু লাভ হয়নি। কয়েক কোটি টাকার বাজি ওখানেই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ঘটনায় ৬৫টিরও বেশি দোকান পুড়ে গিয়েছে। মাঠেই দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি দু’চাকার গাড়িও পুড়ে গিয়েছে বলে খবর। আগুনে কয়েক জন সামান্য দগ্ধও হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই ওই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা সাড়ে ১২টা নাগাদ প্রথমে একটি দোকানে আগুন লেগে যায়। আগুন দ্রুত পাশের স্টলগুলিতে ছড়িয়ে পড়ে। সঙ্গে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। খবর পেয়ে দমকলবাহিনী এলাকায় পৌঁছোয়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

ফতেহপুরের পুলিশ সুপার অনুপকুমার সিংহ বলেন, ‘‘ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ ঘটনায় অন্তত ৬৫-৭০টি দোকান এবং ২০টিরও বেশি দু’চাকার গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন জেলাশাসক রবীন্দ্র সিংহ। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনিও। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement