ছত্তীসগঢ়ে যৌথবাহিনী। —ফাইল চিত্র।
ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশন জুড়ে যৌথবাহিনীর অভিযানে মাওবাদীদের মৃত্যুমিছিল অব্যাহত। শুক্রবার দন্তেওয়াড়া জেলায় অবুঝমাঢ় অরণ্যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের অভিযানে নিহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র এক জঙ্গি।
ওই এলাকায় আরও মাওবাদী জঙ্গি লুকিয়ে রয়েছে দাবি করে দন্তেওয়াড়া জেলা পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি) এবং রাজ্য পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্স’ (এসটিএফ) তল্লাশি অভিযানে যোগ দিয়েছে। ওই এলাকা নারায়ণপুর জেলার সীমানাবর্তী হওয়ায় সেখানকার ডিআরজি এবং পুলিশ বাহিনীও তল্লাশি অভিযানে শামিল হয়েছে।
দন্তেওয়াড়া জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে তাঁরা খবর পান মাওবাদীরা জড়ো হয়েছেন। সেই খবর পেয়েই দুই জেলার ‘ফরওয়ার্ড অপারেটিং বেস’ (এফওবি) থেকে অভিযান শুরু করে যৌথবাহিনী। জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করতেই মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পাল্টা গুলিতে নিহত হন এক পিএলজিএ সদস্য। প্রসঙ্গত, গত ২১ মে নারায়ণপুর জেলার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২৭ জন সঙ্গী-সহ সিপিআই(মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ ওরফে গগন্না নিহত হয়েছিলেন। শুক্রবারের সংঘর্ষস্থলের অদূরেই সেই এলাকা।