গোলাঘাট থেকে গ্রেফতার করা হল এক মাওবাদী নেতাকে। পুলিশ জানায়, দেরগাঁও থেকে গ্রেফতার হওয়া ওই মাওবাদীর নাম আদিত্য বরা। তার কাছ থেকে একটি পিস্তল মিলেছে।