সিয়াচেনে তুষারধস। ছবি:সংগৃহীত।
লাদাখের সিয়াচেনে বড়সড় তুষারধস নেমে এল। সংবাদ সংস্থা পিটিআই সেনার এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, এই ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নিয়ন্ত্রণরেখায় সেনা জওয়ানরা টহল দেওয়ার সময় তুষারধস নামে।
সেনা সূত্রে খবর, যে তিন জন জওয়ানের
মৃত্যু হয়েছে তাঁরা মহর রেজিমেন্টের। তাঁদের মধ্যে দু’জন ‘অগ্নিবীর’ রয়েছেন। মৃত জওয়ানদের মধ্যে এক জন গুজরাত এবং বাকি দু’জন উত্তরপ্রদেশ এবং
ঝাড়খণ্ডের বাসিন্দা। পাঁচ ঘণ্টা ধরে ধসের নীচে চাপা পড়েছিলেন তিন জন। এক সেনা
ক্যাপ্টেনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরই উদ্ধারকাজ শুরু হয়েছে। ধসের নীচে কেউ
আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিয়াচেনে মাঝেমধ্যেই তুষারধস নামে। ২০ হাজার ফুট উচ্চতায় নিয়ন্ত্রণরেখার উত্তর প্রান্তে রয়েছে সিয়াচেন হিমবাহ। এখানে আবহাওয়া বেশির সময়েই খারাপ থাকে। তাপমাত্রা বেশির ভাগ সময়েই হিমাঙ্কের ৬০ ডিগ্রি নীচে থাকে। অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অঞ্চলে সারা বছর পাহারায় থাকে ভারতীয় সেনা। সেনাছাউনিও রয়েছে। সেই সেনাছাউনিতেই তুষারধস নেমে আসে মঙ্গলবার। এই প্রথম নয়, ২০১৯ সালে বড় তুষারধস নামায় চার সেনা জওয়ান-সহ ছ’জনের মৃত্যু হয়েছিল। নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার সময়ে তুষারধসের কবলে পড়েন তাঁরা। ২০২১ সালেও তুষারধস নামে।