2024 NEET Paper Leak

জামিন পেলেন ২০২৪ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ সঞ্জীব মুখিয়া!

বিচারক সুনীল কুমার সিংহের কাছে সঞ্জীব আবেদন জানান, ৯০ দিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। কিন্তু সিবিআই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৭:১৭
Share:

সঞ্জীব মুখিয়া। ছবি: সংগৃহীত।

জামিন পেলেন ২০২৪ সালের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়া। বিচারবিভাগীয় হেফাজত থেকে সঞ্জীবকে মুক্তির নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। ফৌজদারি দণ্ডবিধির ১৬৭ নম্বর ধারা অনুযায়ী গ্রেফতারির ৯০ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হবে। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে সঞ্জীবের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। তার পরই তাঁকে জামিন দিল আদালত।

Advertisement

বিচারক সুনীল কুমার সিংহের কাছে সঞ্জীব আবেদন জানান, ৯০ দিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। কিন্তু সিবিআই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর সঞ্জীবের জামিন মঞ্জুর করে আদালত। প্রসঙ্গত, ২০২৪ সালের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় মূলচক্রী হিসাবে সঞ্জীবের নাম উঠে আসে। প্রশ্ন ফাঁসের সেই ঘটনা গোটা দেশ জুড়ে শোরগোল ফেলে গিয়েছিল। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হন। সেই তালিকায় যেমন পড়ুয়াও ছিলেন, আবার শিক্ষকও ছিলেন। একের পর এক গ্রেফতারি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই মামলার মূলচক্রী সঞ্জীবের কোনও হদিস পাচ্ছিল না পুলিশ।

উত্তরপ্রদেশে কনস্টেবল পরীক্ষার প্রশ্নফাঁসে যে চক্রটি কাজ করেছিল, সেই চক্রের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার যোগ ছিল বলে দাবি ওঠে। ঘটনাচক্রে, কনস্টেবলের পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় যাঁরা গ্রেফতার হয়েছিলেন, তাঁদের প্রত্যেকের মুখেই সঞ্জীবের নাম উঠে আসে। সঞ্জীবের এই প্রশ্নফাঁসের জাল শুধু বিহারেই নয়, বিহার ছাড়িয়ে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানেও বিস্তৃত ছিল বলে পুলিশের দাবি।

Advertisement

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ মে ২৪ লক্ষ পড়ুয়া নিট পরীক্ষা দিয়েছিলেন। ৫৭১টি শহরের ৪,৭৫০ কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। ৪ জুন ফলাফল ঘোষণা করা হয়। তাতে দেখা যায়, ৬৭ জন পড়ুয়া মোট নম্বর ৭২০-তে ৭২০ পেয়েছেন। তাঁদের মধ্যে ছ’জন আবার একই কোচিং সেন্টারের। আর এখান থেকেই প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ উঠে আসে। যা গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement