Maharashtra Incident

মহারাষ্ট্রে মাদক মেশানো পানীয় খাইয়ে ডাক্তারির পড়ুয়াকে ‘গণধর্ষণ’! দুই সহপাঠী-সহ তিন জন গ্রেফতার

গত ১৮ মে তরুণী তাঁরই এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ওই দিন রাতে সিনেমাহলে যাওয়ার আগে ওই বন্ধু তরুণীকে তাঁর ফ্ল্যাটে নিয়ে যান বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১১:৫২
Share:

মহারাষ্ট্রে মাদক মেশানো পানীয় খাইয়ে ডাক্তারির পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ। —প্রতীকী চিত্র।

মাদক মেশানো পানীয় খাইয়ে ডাক্তারির পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ। মহারাষ্ট্রের সাংলি জেলার এই ঘটনায় ওই পড়ুয়ার দুই সহপাঠী-সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী বছর ২২-এর এক তরুণী। ডাক্তারির তৃতীয় বর্ষের পড়ুয়া ওই তরুণী আদতে কর্নাটকের বাসিন্দা হলেও পড়াশোনার সূত্রে থাকতেন মহারাষ্ট্রে। গত ১৮ মে ওই তরুণী তাঁরই এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ওই দিন রাতে সিনেমাহলে যাওয়ার আগে ওই বন্ধু তরুণীকে তাঁরে ফ্ল্যাটে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে তরুণীকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এ-ও অভিযোগ যে, ঘটনার কথা জানালে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেন অভিযুক্তেরা। প্রথমে ভয়ে চুপ করে থাকলেও পরে বিষয়টি মা-বাবাকে জানান ওই তরুণী। তার পর নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

তদন্তের পর পুলিশ ওই তরুণীর দুই বন্ধু এবং আরও এক যুবককে গ্রেফতার করে। তিন জনের মধ্যে এক জনের বাড়ি পুণে, এক জনের বাড়ি সোলাপুরে এবং আর এক জনের বাড়ি সাংলিতে। ধৃতদের আদালতে হাজির করানো হলে বিচারক তিন জনকেই মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement