রাহুলকে সভাপতি করতে বৈঠক

দলের কর্মসূচি অনুযায়ী ১৫ অক্টোবরের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করতে হবে। কংগ্রেসের সিংহভাগ নেতার আশা, তার আগেই রাহুলকে দলের সভাপতি করা হবে। এক বার সেই নেতৃত্বে আনুষ্ঠানিক সিলমোহর বসলে লোকসভায় একজোট হয়ে লড়বে বিরোধীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৩:৫৪
Share:

ফাইল চিত্র।

সভাপতি পদে রাহুল গাঁধীর অভিষেক ও লোকসভা ভোটের আগে বিরোধী জোটের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকল কংগ্রেস। দলের সূত্রের মতে, মঙ্গলবার এই বৈঠক হবে। সাত মাস আগে কংগ্রেসের শেষ ওয়ার্কিং কমিটির বৈঠকে মনমোহন সিংহ ও এ কে অ্যান্টনি রাহুলকে সভাপতি করার ব্যাপারে সনিয়া গাঁধীর কাছে সুপারিশ করেছিলেন। দলের কর্মসূচি অনুযায়ী ১৫ অক্টোবরের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করতে হবে। কংগ্রেসের সিংহভাগ নেতার আশা, তার আগেই রাহুলকে দলের সভাপতি করা হবে। এক বার সেই নেতৃত্বে আনুষ্ঠানিক সিলমোহর বসলে লোকসভায় একজোট হয়ে লড়বে বিরোধীরা।

Advertisement

প্রায় দু’দশক ধরে কংগ্রেসের সভানেত্রীর পদে আছেন সনিয়া। ক’দিন আগেই তিনি বলেছিলেন, ‘‘উপযুক্ত সময়েই রাহুলকে সভাপতি করা হবে।’’ আনুষ্ঠানিক ভাবে না হলেও রাহুলই নিয়মিত সংগঠনের কাজ সামলাচ্ছেন। সংগঠনের খোলনলচে বদলে যে নতুন টিম তৈরি করছেন সনিয়া, তাতেও রাহুলের ঘনিষ্ঠদের জায়গা দেওয়া হয়েছে। তবে এখনও মোদী-বিরোধী মঞ্চে বিভিন্ন দলের নেতাদের এক ছাতায় তলায় আনতে সক্রিয় হচ্ছেন সনিয়াই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement