Delhi

কানে মোবাইল, কথা বলতে বলতে হাঁটছিলেন মহিলা, বাইকে চেপে এসে মোবাইল ধরে টান

রাত ৮টা নাগাদ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। মহিলার মোবাইল ছিনতাইয়ের কথা জানানো হয়। এক পুলিশকর্মী জানিয়েছেন, ওই মহিলা কোনও অভিযোগ করেননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১০:০৯
Share:

মহিলার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যাচ্ছেন দুই দুষ্কৃতী। ছবি: টুইটার।

কানে ফোন। কথা বলতে বলতে হাঁটছিলেন এক মহিলা। আচমকা বাইক চেপে এসে মোবাইল নিয়ে পালালেন দুই দুষ্কৃতী। সিসিটিভিতে ধরা পড়ল উত্তর-মধ্য দিল্লির গুলাবি বাগের গোটা ঘটনা। দুই অভিযুক্ত এখনও অধরা। ফুটেজ দেখে খোঁজ করছে দিল্লি পুলিশ।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় গুলাবি বাগের এনকেএস হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলেন ওই মহিলা। তখনই দুই বাইক আরোহী তাঁর মোবাইল ছিনতাই করে পালান। রাত ৮টা নাগাদ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। মহিলার মোবাইল ছিনতাইয়ের কথা জানানো হয়। এক পুলিশকর্মী জানিয়েছেন, ওই মহিলা কোনও অভিযোগ করেননি। তাঁর খোঁজ চলছে।

১২ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা গেল, মোবাইল ছিনতাইয়ের পর ওই মহিলা বাইক আরোহীদের পিছনে ধাওয়া করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। কাছেই ছিলেন এক নিরাপত্তারক্ষী। তাঁকে গোটা ঘটনা জানান। যদিও তিনিও কিছু করতে পারেননি। দিল্লির পথে মোবাইল বা ব্যাগ ছিনতাই নতুন ঘটনা নয়। গত সেপ্টেম্বরে দিল্লির বদরপুরে এক মহিলার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে এক নাবালক দুষ্কৃতী। মহিলা তার টিশার্ট ধরে টান মারতেই পালিয়ে যায় সে। রক্ষা পায় মোবাইলটি। সেই ঘটনার ফুটেজও ভাইরাল হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement