India EU Trade Deal

ভারতে কমতে পারে মার্সেডিজ়, বিএমডব্লিউ-র দাম! ইউরোপের সঙ্গে বাণিজ্যচুক্তিতে কমে যাবে গাড়ির আমদানি শুল্ক: রিপোর্ট

প্রায় ১৮ বছর ধরে কথাবার্তার পরে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত করার পথে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মঙ্গলবারই তা ঘোষণা হয়ে যেতে পারে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনে ইতিমধ্যে ভারতে এসে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:৪১
Share:

বিএমডব্লিউ-র গাড়ি। —ফাইল চিত্র।

ইউরোপের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়ে গেলে ভারতীয় বাজারে সস্তা হতে পারে বিএমডব্লিউ, মার্সিডিজ় বেনজ়-এর মতো গাড়ি। ইউরোপ থেকে আমদানি করা গাড়ির উপর শুল্ক অনেকটা কমে যেতে পারে ভারতে। এখন ভারতীয় বাজারে ইউরোপ থেকে আসা গাড়ির উপরে ১১০ শতাংশ শুল্ক রয়েছে। প্রস্তাবিত মুক্ত বাণিজ্যচুক্তিতে তা ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে ভারতের। বিভিন্ন সূত্রের ভিত্তিতে এমনটাই জানাচ্ছে রয়টার্স।

Advertisement

প্রায় ১৮ বছর ধরে আলোচনার পরে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত করার পথে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মঙ্গলবারই তা ঘোষণা হয়ে যেতে পারে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনে ইতিমধ্যে ভারতে এসে গিয়েছেন। সোমবার দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন তিনিও। এর পরে মঙ্গলবার মোদীর সঙ্গে বৈঠকের সময়ে দ্বিপাক্ষিক সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা হতে পারে।

ইউরোপের ২৭ দেশের এই জোটের সঙ্গে বাণিজ্য সমঝোতায় কী কী বিষয় উঠে এসেছে, তা এখনও সরকারি ভাবে প্রকাশ্যে আসেনি। তবে আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল সূত্রের ভিত্তিতে রয়টার্স জানাচ্ছে, যে গাড়িগুলির আমদানিমূল্য ১৫০০০ ইউরো (ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ ২৬ হাজার টাকা)-র বেশি, এমন সীমিত কিছু গাড়ির উপরে অবিলম্বে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে ভারত। ওই সূত্রগুলি আরও জানাচ্ছে, পরবর্তী সময়ে এই শুল্কের হার আরও কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসা হতে পারে। এর ফলে ফোক্সওয়াগন, মার্সিডিজ় বেনজ় বা বিএমডব্লিউ-র মতো ইউরোপীয় সংস্থার গাড়িকে ভারতীয় বাজারে আরও সহজলভ্য করে তুলতে পারে। তবে একই সঙ্গে এ-ও জানানো হয়েছে, একটি রুদ্ধদ্বার আলোচনায় এই বিষয়গুলি উঠে এসেছে এবং সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। ফলে শেষ মুহূর্তে এগুলি পরিবর্তনও হতে পারে।

Advertisement

এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রক এবং ইউরোপীয় কমিশন উভয়ের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। তবে কোনও পক্ষই এ বিষয়ে মন্তব্য করতে চায়নি। তবে ইউরোপের সঙ্গে এই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি যে দিল্লির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের কথায়। ইউরোপের সঙ্গে এই প্রস্তাবিত বাণিজ্যচুক্তিকে ‘সকল চুক্তির জননী’ বলে ব্যাখ্যা করেছেন তিনি। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলাও জানিয়েছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে ২০০ কোটি মানুষের এক নতুন বাজার তৈরি হবে। অনুমান করা হচ্ছে, ইউরোপের সঙ্গে প্রস্তাবিত চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভারতীয় বস্ত্র এবং গয়নার রফতানিও বৃদ্ধি পাবে। বস্তুত, মার্কিন শুল্কের জেরে গত বছরের অগস্ট থেকে এই দুই ক্ষেত্রই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে বলে মনে করছেন অনেকে।

বিক্রির দিক থেকে আমেরিকা এবং চিনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার রয়েছে ভারতে। কিন্তু ভারতের দেশীয় গাড়ি শিল্প বর্তমানে অনেকটাই সুবিধা পেয়ে থাকে। কারণ, ক্ষেত্রবিশেষে ৭০-১১০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক রয়েছে ভারতে। টেসলাকর্তা ইলন মাস্ক অতীতে বিভিন্ন সময়ে এই শুল্কহারের সমালোচনা করেছেন। প্রস্তাবিত বাণিজ্যচুক্তিতে শুল্ক কমানো হলে ইউরোপের বিভিন্ন গাড়ি সংস্থা এর সুবিধা পাবে। ফোক্সওয়াগেন, রেনো, স্টেলান্টিসের মতো মাঝারি দামের গাড়ি থেকে শুরু করে বিএমডব্লিউ এবং মার্সিডিজ় বেনজ়ের মতো বিলাসবহুল গাড়ি— সবেরই দাম কমতে পারে ভারতীয় বাজারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement