Tata Sons

#মিটু জের, টাটা সন্স ছেঁটে ফেলছে সুহেল শেঠকে

টাটা সন্সের মুখপাত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর সুহেল শেঠের সঙ্গে চলতি চুক্তি শেষ হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৩:১০
Share:

#মিটু’ বিতর্কের জেরে চুক্তিতে কোপ পড়ল বিপণন বিশেষজ্ঞ সুহেল শেঠের। বিপণন বিশেষজ্ঞের সঙ্গে চুক্তির মেয়াদ আর না বাড়ানোর কথা জানিয়ে দিল টাটা সন্স।

Advertisement

সোমবার টাটা সন্সের মুখপাত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর সুহেল শেঠের সঙ্গে চলতি চুক্তি শেষ হবে। এর পর আর চুক্তির মেয়াদ বাড়ানো হবে না।

সপ্তাহ কয়েক আগেই ‘মিটু’ বিতর্কের ঢেউ এসে লাগে সেলিব্রিটি কনসালট্যান্ট সুহেল শেঠের গায়ে। সুহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হন চার জন মহিলা। যাঁদের মধ্যে এক জন অভিযোগ করছেন, তিনি যখন নাবালিকা ছিলেন, সে সময় তাঁকে যৌন হেনস্থা করেন সুহেল।

Advertisement

এই বিপণন বিশেষজ্ঞের বিরুদ্ধে যে চারজন মহিলা যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হন, তাঁদের মধ্যে এক জন পরিচালিকা নাতাশা রাঠৌর।পরিচালিকা নাতাশা রাঠৌর জানান, গত বছর সুহেল তাঁকে নিজের গুরুগ্রামের বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। সাংবাদিক মন্দাকিনী গহলৌতের অভিযোগ, ২০১১ সালে একটি সম্মেলনে জোর করে তাঁকে চুমু খেয়েছিলেন সুহেল।

আরও পড়ুন: #মিটু জিনিসটা খায় না মাখে, সেটাই অজানা ওঁদের

আরও পড়ুন: #মিটু: প্রায় এক-তৃতীয়াংশ নারী যৌন পীড়নের শিকার​

সুহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রথম সামনে আনেন মুম্বইয়ের এক ২৬ বছর বয়সী তরুণী। ওই তরুণীর বয়স যখন ১৭ বছর ছিল, সে সময় সুহেল তাঁকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। মুম্বই নিবাসী ৩১ বছর বয়সী আরেক মহিলা অভিযোগ করেন, গত বছর একটি নামী রেস্তরাঁ এবং বারে সুহেলের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে সুহেল তাঁকে যৌন হেনস্থা করেন।

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement