Bengaluru Metro

ব্যস্ত বেঙ্গালুরুতে এক ঘণ্টায় ৩০ কিলোমিটার পার! মেট্রোয় চেপে গন্তব্যে পৌঁছোল জোড়া ফুসফুস, হল প্রতিস্থাপন

এর আগে গ্রিন করিডোর করে এক জায়গা থেকে অন্য জায়গায় অঙ্গ বা অন্ত্র নিয়ে যাওয়া হয়েছে প্রতিস্থাপনের জন্য। এ বার হল মেট্রোয় চাপিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:১৩
Share:

বেঙ্গালুরুতে প্রতিস্থাপনের জন্য মেট্রোয় চাপিয়ে নিয়ে যাওয়া হল জোড়া ফুসফুস। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হবে এক জোড়া ফুসফুস। নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে না পৌঁছোলে রোগীর শরীরে প্রতিস্থাপন সম্ভব হবে না। এই অবস্থায় এগিয়ে এল বেঙ্গালুরু মেট্রো। তাতে চেপে বৃহস্পতিবার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। ব্যস্ত সময়ে ৩০ থেকে ৩৩ কিলোমিটার রাস্তা পার করলেন ৬১ মিনিট সময়ে।

Advertisement

যশবন্তপুরের একটি হাসপাতালে রোগীর শরীর থেকে ওই ফুসফুস সংগ্রহ করা হয়েছিল। সাধারণত, ব্রেন ডেথ হয়েছে, এমন রোগীর শরীর থেকেই অঙ্গ এবং তন্ত্র সংগ্রহ করা হয়। সময় বাঁচাতে গোরাগুন্তেপাল্যা মেট্রো স্টেশন থেকে দু’টি ফুসফুস নিয়ে রওনা হন প্রতিস্থাপনকারী দল। সবুজ লাইনের পরে হলুদ লাইনের মেট্রো ধরে বোম্মাসান্দ্রায় পৌঁছোয় দলটি। সেখানে একটি হাসপাতালে হয় প্রতিস্থাপন।

যে হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, তাদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ব্যস্ত সময়ে ৩০ থেকে ৩৩ কিলোমিটার পথ ৬১ মিনিটে পাড়ি দেওয়া হয়েছে। আর তাতেই প্রাণে বেঁচেছেন রোগী। এর আগে গ্রিন করিডোর করে এক জায়গা থেকে অন্য জায়গায় অঙ্গ বা অন্ত্র নিয়ে যাওয়া হয়েছে প্রতিস্থাপনের জন্য। এ বার হল মেট্রোয় চাপিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement