কাশ্মীরে জঙ্গি হানা, নিহত দুই পুলিশ

সোমবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা ও অনন্তনাগ জেলায় ফের পুলিশের উপর হামলা চালায় জঙ্গিরা। তাতে দুই পুলিশের মৃত্যু হয়েছে। জখম আরও ৬ জওয়ান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ০৩:৪৩
Share:

—ফাইল চিত্র।

ফের অশান্তি উপত্যকায়। গত মাসেই রমজান উপলক্ষে একতরফা সংঘর্ষবিরতির ডাক দিয়েছে নয়াদিল্লি। আর তার পর থেকেই একের পর এক পুলিশ ও বাহিনীকে লক্ষ করে হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। সোমবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা ও অনন্তনাগ জেলায় ফের পুলিশের উপর হামলা চালায় জঙ্গিরা। তাতে দুই
পুলিশের মৃত্যু হয়েছে। জখম আরও ৬ জওয়ান।

Advertisement

সোমবার গভীর রাতে মুসলিমদের পবিত্র অনুষ্ঠান ‘শাব-এ কাদরা’ উপলক্ষে বেশির ভাগ মানুষই তখন রমজানের বিশেষ নমাজে ব্যস্ত। ঠিক সে সময় পুলওয়ামার সরকারি ভবনে মোতায়েন নিরাপত্তারক্ষীদের নিশানা করে হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান গুলাম রসুল ও গুলাম হাসান নামে দুই পুলিশ।

পুলওয়ামার সিনিয়র পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মহম্মদ অসীম চৌধরি জানান, জখম এক কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরে জঙ্গিরা নিহত দুই পুলিশের রাইফেল নিয়ে পালিয়ে যায় বলেও জানান তিনি।

Advertisement

এর আগে অনন্তনাগের কাছে জঙ্গলাত মান্ডি এলাকায় সিআরপিএফ-কে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় পাঁচ সিআরপিএফ অল্পবিস্তর জখম হয়েছেন। মঙ্গলবার বিকেলে নিহত দুই পুলিশের শেষকৃত্যে শামিল হন অসংখ্য উপত্যকাবাসী।

তিন সন্তানের পিতা নিহত গুলাম হাসানের বাড়ি বারামুলার রফিয়াবাদে। সেখানেই এ দিন শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন