National news

প্রেমিকাকে কাছে পেতেই বিমান হাইজ্যাকের হুমকি!

সোমবার ভোর ৩টেয় মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয় জেট এয়ারওয়েজের ফ্লাইট ৯ডব্লিউ৩৩৯।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ২০:৫১
Share:

ছবি: সংগৃহীত।

প্রেমিকা চাকরি করেন জেট এয়ারওয়েজে। থাকেন দিল্লিতেই। মন থেকে এটা মেনে নিতে পারেননি প্রেমিক। প্রেমিকা যাতে চাকরি ছেড়ে দেন, সেই উদ্দেশ্যেই জেটেরই একটি বিমানে রেখেছিলেন অপহরণের চিরকুট। সোমবার সেই বিমানকেই জরুরি অবতরণ করা হয় অমদাবাদে। পরে বিরজুকিশোর সল্লা নামে ওই কোটিপতি ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়।

Advertisement

সোমবার ভোর ৩টেয় মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয় জেট এয়ারওয়েজের ফ্লাইট ৯ডব্লিউ৩৩৯। মাঝআকাশে ওড়াকালীনই বিমানের শৌচাগারে মেলে একটি চিরকুটটি। তাতে ইংরেজি ও উর্দুতে অপহরণের কথা লেখা ছিল। বিমান কর্মীদের নজরে আসার পর দিল্লিতে না গিয়ে বিমান নিয়ে যাওয়া হয় অমদাবাদে। তবে তল্লাশির পর জানা যায় বিমানে কোনও বোমা নেই। এর পর পুলিশে খবর দেওয়া হয়। তদন্তে উঠে আসে মুম্বইয়ের ব্যবসায়ী সল্লার নাম।

আরও পড়ুন

Advertisement

ইউপিএসসি পরীক্ষায় নকল করতে গিয়ে গ্রেফতার আইপিএস অফিসার!

স্কুলের গেট থেকেই বেপাত্তা দুই পড়ুয়া, বাড়ি থেকে পালানো না কি অপহরণ?

পুলিশ জানিয়েছে, শহরের অভিজাত এলাকার বাসিন্দা বিরুজুর প্রেমিকা দিল্লিতে জেট এয়ারওয়েজের কর্মী। বিরজুর ইচ্ছে, সেই চাকরি ছেড়ে দিল্লির পাট চুকিয়ে মুম্বইয়ে তাঁর সঙ্গে থাকুন প্রেমিকা। পুলিশকে এ সব কথাই জানিয়েছেন বিরজু। তাঁর অদ্ভুত দাবি, বিমান হাইজ্যাকের খবর শুনেই দিল্লি থেকে অফিস গুটিয়ে ফেলতেন জেট কর্তৃপক্ষ। ফলে বান্ধবীকে কাছে পেতে আর কোনও অসুবিধাই হত না। তবে বিরজুর এই যুক্তির পিছনে সত্যিটা জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

তাঁর সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না তা-ও জানতে চাইছে পুলিশ। তদন্তে এনআইএ-র সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। পুলিশের এক শীর্ষ কর্তা জে কে ভট্ট বলেন, “অ্যান্টি-হাইজ্যাকিং আইনের আওতায় বিরজুকে গ্রেফতার করা হয়েছে। প্রথম বার এই আইনের আওতায় কোনও ব্যক্তিকে ধরা হল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement